জোয়ান বায়েজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
জোয়ান বায়েজ (জন্মঃ ৯ জানুয়ারি, ১৯৪১) একজন মার্কিন ফোক গায়িকা ও সমাজকর্মী। তিনি বোস্টন এবং কেমব্রিজের কফিহাউজগুলোতে গান গেয়ে সংগীতজীবন শুরু করেন। ১৯৫৯ সালে নিউ পোর্ট ফোক উৎসবে অংশগ্রহণের পর তিনি খ্যাতি লাভ করেন। তাঁর রেকর্ডিংতিনি ক্যারিয়ারযুদ্ধ শুরুএবং হয় ১৯৬০ সালে। তাঁর প্রথম তিনটি অ্যালবামে নাম "জোয়ান বায়েজ", "জোয়ান বায়েজ ভলিউম ২","জোয়ান বায়েজ ইন কনসার্ট", সবগুলো 'গোল্ড রেকর্ড' মর্যাদাপ্রাপ্ত হয় ওসমাজের বিভিন্ন চার্টে দুই বছর স্থান ধরে রাখে।<ref> Ruhlemann, William (May 6, 2009). [http://www.allmusic.com/artist/p1917/biography "Joan Baez – Biography". allmusic.com]. Rovi Corporation. Retrievedঅসংগতি 2009-12-13.নিয়ে গান </ref>গেয়েছেন।
 
==জন্ম এবং বাল্যকাল==
জোয়ান বায়েজ ১৯৪১ সালে নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা আলবার্ট বায়েজ ১৯১২ সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ২০মার্চ মৃত্যুবরণ করেন। বায়েজের দাদা রেভারেন্ড অালবার্টো বায়েজ ক্যাথোলিক ধর্ম ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে চলে আসেন যখন আলবার্টের বয়স ছিলো দুই।
 
জোয়ান বায়েজের মা "জোয়ান সিনিয়র" বা "বিগ জোয়ান" নামে পরিচিত,তিনি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চান্দসের ডিউকের বংশধর। জোয়ান সিনিয়র এবং আলবার্ট নিউ জার্সির মেডিসনে একটি নাচের স্কুলে পরিচিত হন এবং সম্পর্কে আবদ্ধ হন। বিয়ের পর তারা ক্যালিফোর্নিয়াতে চলে যান।
 
বায়েজের দুই বোন, বড় জনের নাম পলিন এবং ছোটো জনের নাম মিমি। মিমি ২০০১ সালে ক্যালিফোর্নিয়াতে ক্যান্সারে মারা যান।
 
জোয়ানের বাবা ইউনেস্কোর সাথে কাজ করার জন্য তার পরিবারকে অনেকবার বিভিন্ন জায়গায় যেতে হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ছাড়াও জোয়ানের পরিবারকে বিভিন্ন সময় ইংল্যান্ড,ফ্রান্স,সুইজারল্যান্ড,স্পেন,কানাডা,মধ্যপ্রাচ্যে যেতে হয়। মানবাধিকার এবং সমাজসবায় জোয়ান ক্যারিয়ারের শুরুতেই জড়িয়ে পড়েন। আমেরিকান মাস্টার্স নামক পিবিএস এর সিরিজে তিনি বলেন যে সমাজ সেবাই তার জীবনের ব্রত,গানের থেকে এটা বড়।<ref> [http://www.pbs.org/wnet/americanmasters/episodes/joan-baez/how-sweet-the-sound/1185/ "Joan Baez: How Sweet The Sound" ] American Masters. October 14, 2009. PBS. Retrieved 2009-12-17. </ref>
 
 
==গায়ক জীবন==
জোয়ান বায়েজের রেকর্ডিং ক্যারিয়ার শুরু হয় ১৯৬০ সালে। তাঁর প্রথম তিনটি অ্যালবামে নাম "জোয়ান বায়েজ", "জোয়ান বায়েজ ভলিউম ২","জোয়ান বায়েজ ইন কনসার্ট", সবগুলো 'গোল্ড রেকর্ড' মর্যাদাপ্রাপ্ত হয় ও বিভিন্ন চার্টে দুই বছর স্থান ধরে রাখে।<ref> Ruhlemann, William (May 6, 2009). [http://www.allmusic.com/artist/p1917/biography "Joan Baez – Biography". allmusic.com]. Rovi Corporation. Retrieved 2009-12-13. </ref>
 
 
২২ ⟶ ৩৫ নং লাইন:
== তথ্যসূত্র ==
<references/>
 
==বহিঃসংযোগ==
[http://www.joanbaez.com/ অফিসিয়াল ওয়েবসাইট]