উইকিপিডিয়া:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
প্রশাসকদের আলোচনাসভা থেকে
 
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
তৈরি
১ নং লাইন:
এটি প্রকল্পটি উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি ফেলোশিপ প্রকল্প যার উদ্দেশ্য বাংলা উইকিপিডিয়ায় নতুন ব্যবহারকারী বৃদ্ধি করা ও ব্যবহারকারীদের সম্পাদনা কর্মকাণ্ড বৃদ্ধি করা। আপনি যদি এই প্রকল্প বিষয়ে কোনো মতামত রাখতে চান বা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি তবে তা [[উইকিপিডিয়া আলোচনা:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প|এর আলাপ পাতায়]] রাখতে পারেন, অথবা ই-মেইল করতে পারেন tanvir{{@}}wikimedia.org ঠিকানায়।
== বাংলা উইকিপিডিয়াকে ফোকাস করে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফেলোশিপ প্রকল্প ==
 
বর্তমানে আমরা কিভাবে বাংলা উইকিপিডিয়ায় নতুন ব্যবহারকারী সংখ্যা বাড়ানো যায়, এবং নতুন ব্যবহারকারীদের কাজ করার ক্ষেত্রে বাধাগুলো কি তা নিরূপণের চেষ্টা করছি। এ বিষয়ে যে-কোনো মতামত প্রদান করতে আপনাদে স্বাগতম ও সাধুবাদ জানাই! আপনার মতামত প্রদানের জন্য অনুগ্রহপূর্ক [[উইকিপিডিয়া আলোচনা:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প|সংশ্লিষ্ট আলাপ পাতাটি]] ব্যবহার করুন। ধন্যবাদ।
প্রিয় সবাই,
 
[[বিষয়শ্রেণী:উইকিপ্রকল্প]]
আমাকে আপনারা সবাই চেনেন তাই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আপনার অনেকেই হয়তো জানেন আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন কমিউনিটি ফেলো হিসেবে যোগ দিয়েছি এবং ফেলো হিসেবে আমার কাজের উদ্দেশ্য হচ্ছে ছোট উইকিপিডিয়াগুলোতে ব্যবহারকারীদের পদচারণা বাড়ানো, এবং ব্যবহারকারীরা যেনো শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সম্পাদনায় আরও বেশি উৎসাহী হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি কার্যকর পদ্ধতি তৈরি করায়।
 
এ কাজের উদ্দেশ্যে মেটা-উইকিতে ইতিমধ্যেই [[m:Small Wiki Editor Engagement Project|একটি পাতা]] খোলা হয়েছে, এবং হ্যাঁ, এটি-ই হচ্ছে প্রজেক্টের নাম, যাঁর প্রথম ফোকাস হচ্ছে বাংলা উইকিপিডিয়া। বাংলা উইকিপিডিয়াকে ফোকাস হিসেবে নেওয়ার কতোগুলো কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে বাংলা ভাষাভাষীর সংখ্যাটি একটি বড়ো কারণ; এছাড়াও আমার মাতৃভাষা হিসেবে আমি বাংলাকে এগিয়ে রাখবো – এটিও একটি কারণ। কিন্তু আরও বড়ো ব্যাপার হচ্ছে, প্রথম প্রকল্পে অচেনা একটি প্রকল্প নিয়ে কাজ করার চেয়ে চেনা পরিবেশ নিয়ে কাজ করার অনেক সুবিধা রয়েছে। স্বাভাবিকভাবেই আমি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ে কাজ করার কারণে এই উইকিপিডিয়ার বাস্তবতা ও ব্যবহারকারীদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থান সম্মন্ধে যতোটা ভালো বুঝি অন্যগুলোর ক্ষেত্রে ততোটা নয়।
 
প্রকল্পটির মূল উদ্দেশ্যের কথায় আবার ফিরে আসি। ক) বাংলা উইকিপিডিয়ায় নতুন ব্যবহারকারী যোগদানের হার বাড়ানো; ও ২) ব্যবহারকারীদের জন্য একটি সহজ ও সাবলীল সম্পাদনার পরিবেশ নিশ্চিত করা যেনো তাঁরা উইকিপিডিয়া অবদান রাখতে ও সময় দিতে আগ্রহী হন। অল্প কথায় এভাবে বলা গেলেও আপনার সবাই জানেন কাজটি মোটেও খুব সহজ নয়, এবং সহসা ফলাফল আশা করাও অনুচিত। এবং এই দুটি বিষয়ের সাথে আরও অনেক কিছুই জড়িত।
 
আমার মূল কাজ শুরুর প্রথম ধাপ হিসেবে আমি আপনাদের কাছ থেকে কিছু মতামত আশা করছি। অর্থাৎ এ উদ্দেশ্য সাধনে বর্তমান প্রেক্ষাপটে বাংলা উইকিপিডিয়ায় আমাদের কি করা উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের ধারণাটি পরিস্কার করতে আমি এটি কিছু প্রশ্ন আকারে ভাগ করছি।
 
* নতুন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করতে কি ধরনের কাজ করা যেতে পারে?
* এ কাজের জন্য অনলাইনে করা সম্ভব এরকম কি কি আমরা করতে পারি?
* অফলাইনে করা কাজের গুরুত্ব কতোটুকু? যদি অফলাইনেই করতে হয় তবে কি করা যেতে পারে?
* নতুন ব্যবহারকারীদের জন্য বাংলা উইকিপিডিয়ার কোন ব্যপারটি আপনার কাছে জটিল মনে হয়? আপনি কারিগরী বা কন্টেন্ট বা সম্পাদনার পরিবেশসহ যে-কোনো বিষয়ের সমস্যা উল্লেখ করতে পারেন। আপনি ভেবে দেখতে পারেন যখন আপনি নতুন ছিলেন, তখন কোন ব্যাপারটি আপনার কাছে কঠিন মনে হয়েছিলো?
* অনেক নতুন ব্যবহারকারী-ই প্রয়োজনীয় সাহায্য পাবার থেকে বঞ্চিত হন, তাঁদেরকে সুন্দরভাবে সাহায্য করতে সাহায্য প্রদান সিস্টেমে কি ধরনের সংযোজন বা বিয়োজন আনা যেতে পারে?
* বাংলা উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো আপনার কাছে আরামদায়ক মনে হয়না?
* বাংলা উইকিপিডিয়ার সম্পাদনা পরিবেশ আরও আরামদায়ক ও মজার কিভাবে করা যায়?
* নতুন ব্যবহারকারীদেরকে উৎসাহ প্রদান করতে আপনার কি কি কাজ করতে পারি?
 
ইত্যাদি, ইত্যাদি। আপানার চাইলে আরও প্রশ্ন নিচে যোগ করতে পারেন। এছাড়াও আমার বক্তব্যের কোনো অংশ আপনার কাছে অপরিস্কার মনে হয় আমায় জানান। আপনাদের নতুন কোনো আইডিয়া থেকে থাকলে আপনারা এখানে আমায় জানাতে পারেন, অথবা আমাকে ই-মেইলও করতে পারেন।
 
আশা করি সক্রিয় ব্যবহারকারীসহ সবাই নিজেদের মূল্যবান সময় বাঁচিয়ে উত্তর দিয়ে এই বাংলা উইকিপিডিয়াকে নতুন ব্যবহারকারীদের জন্য আরও আরামদায়ক একটি সম্পাদনা পরিবেশ তৈরিতে সহায়তা করবেন।
 
বাংলা উইকিপিডিয়া এগিয়ে যাক ও আরও বেশি সমৃদ্ধ হোক! — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ০৪:০২, ২৫ মে ২০১২ (ইউটিসি)
 
: শুরুতেই তানভির ভাইকে আবারো অভিনন্দিত করছি কমিউনিটি ফেলো হিসেবে যোগদান করায়। ...একটু কাঠখোট্টা দেখালেও মূল প্রসঙ্গে ফিরে আসি—
:* নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে উইকিপিডিয়া কী? কিভাবে উইকিপিডিয়ায় অবদান রাখা যায়? কিভাবে উইকিপিডিয়ার প্লাটফর্মটা অন্যান্য ব্লগের প্লাটফর্ম থেকে আলাদা নয় বা সাজুয্যপূর্ণ? কিভাবে এখানে সবাই সহায়তাপরায়ণ— এই বিষয়গুলোকে ফোকাস করে আমন্ত্রণ জানানো যায়। সাইট নোটিশের ব্যাপারে কথা হয়েছিল। সাইট নোটিশ অবশ্যই একটা সুন্দর এবং দৃষ্টি-আকর্ষণমূলক উদ্যোগ হতে পারে। তবে সেটা বিশাল একটা টেক্সট হবার চেয়ে একটা সুন্দর আইকন আর ছোট্ট একটা আবেদন দিয়েই হওয়ার পক্ষে আমার মত। যেমন: [আইকন] উন্মুক্ত এই বিশ্বকোষ আপনিও সম্পাদনা করতে পারেন, "সম্পাদনা" বোতাম চাপুন। ব্যস। ...ব্লগ লেখা যেতে পারে। আমি ইতোমধ্যে ব্লগে লিখেছি, লিখবোও ভবিষ্যতে ইনশাল্লাহ। রাগিব ভাই, বেলায়েত ভাই সুযোগ পেলেই লিখেন। নাসির ভাই এখনও লিখছেন। ব্লগ আর ফোরামে প্রচারণা চলতেই থাকার কোনো বিকল্প নাই।
:* অফলাইনে প্রচারণার জন্য "প্রাজিপ্র" টাইপের একটা প্রিন্টেড '''মিনি''' ম্যানুয়াল খুব কার্যকর। না পড়ে ঘরে রেখে দিক, তবু তা দরকার। এধরণের একটা ম্যানুয়াল আর একটা প্রজেক্টর দিয়ে কোনো বাধা ছাড়াই একগাঁদা সম্পাদক আমি বাজি ধরে হাজির করে এনে দিতে পারি (ইনশাল্লাহ)। :) সুতরাং বুঝতেই পারছেন, আমার পরামর্শ হলো অফলাইনে প্রচারণায় এই দুটো উপাদানের পাশাপাশি একজন সুবক্তার ব্যবস্থা করা, যিনি টু-দ্য-পয়েন্টে বলবেন, অনেক বেশি বলবেন না, মূল কথাগুলো বলবেন, এবং মূল প্রশ্নগুলোর উত্তরই দিবেন, বিশ্বকোষীয় প্রেক্ষাপটে দিবেন।
:* নতুন ব্যবহারকারীদের জন্য বাংলা উইকিপিডিয়ার তথা উইকিপিডিয়ার সবচেয়ে কঠিন জায়গাটি হলো এডিটর মোড। একটা বিষয় আমার মাথায় ঢোকে না, যেখানে আমরা মুক্ত হবার কথা বলি, সেখানে CK Editor, FCK Editor, TinyMCE Editor ইত্যাদি উন্মুক্ত সোর্সের এডিটর থাকাসত্ত্বেয় আমরা কেন স্বকীয়তা দেখাতে এমন একটা এডিটর ব্যবহার করি, যেখানে এন্টার দিতে হলে <code><nowiki><br/></nowiki></code> কোড লেখা লাগে (কী-বোর্ডের এন্টার কাজ করে না), একটা টেবিল ইনসার্ট করার জন্য যেখানে সুন্দর গ্রিড পাওয়া যায়, সেখানে কোডের গিবারিশের মাঝখানে টেবিলের ধারণাটাকে বুঝতে নতুন করে টিউটোরিয়াল নিতে হয়। সোজা কথা, এমন একটা এডিটর চালু করা, যেখানে এখনকার মতো Bold, Italic, Bulleted List, Numbered List, SuperScript, SubScript, Heading, এবং Table আর অতিঅবশ্যই Reference টুল সংযোজিত থাকবে। টেবিল ইনসার্ট করার পর ওখানেই ইচ্ছামতো রো, কলাম তৈরি করা যাবে। কোড লিখে নয়। ...সর্বোপরি ক্লিক করে WYSIWYG যুগে কাজ না করে কোড করে কাজ করতে হলে কাজের লোক পাওয়া খুব কঠিন।
:* দিকনির্দেশনার জন্য আমাদের স্বাগত-বার্তা এবং নিয়মাবলী পাতাগুলো রিঅর্গানাইজ, রিস্ট্রাকচারিং করার কথা আপনি অনেকদিন থেকেই বলছেন। তাতে আমার পূর্ণ সমর্থন আছে। তাছাড়া আপনি সেগুলোর সংক্ষিপ্ত একটা মড্যুল তৈরি করতে আগ্রহী, যাতে আমার পরামর্শ হলো বড় বিবরণমূলক পাতাগুলোকে "আরো দেখুন" লাগিয়ে পেজব্রেক হিসেবে রেখে সংক্ষিপ্ত নির্দেশনা পাতা তৈরি করাটা বেশ কাজের হবে।
:উৎসাহ, আগ্রহ তৈরি করা সবই ঐ প্রচারণায় তৈরি হবে। এখানে কাজের সময় কাজের পরিবেশ তৈরি করতে হবে। বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে সবাই-ই (যারা এখন কাজ করছেন নিয়মিত) যথেষ্ট উৎসাহব্যঞ্জক কথা বলেন, আশাবাদ দেন, পরামর্শ দেন, দিকনির্দেশনা দেন আর ভুল সংশোধনে অগ্রণী হোন। সুতরাং এখানে নতুন করে কিছু বলার নেই। নতুনরা এলে আমাদের কাজ বাড়বে, তাই আমাদের কিছুটা সময় তাদের জন্য ভাগ হয়ে যাবে - এই আরকি। উৎসাহ টুৎসাহের কমতি ইনশাল্লাহ হবে না। বাংলা উইকিপিডিয়া যথেষ্ট উৎসাহব্যঞ্জক ব্যাপার। যারা নিয়মিত আছেন, তারা হুজুগকে অনেক আগেই ছাড়িয়ে এসেছেন। এই পয়েন্টগুলো আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছে। যাবতীয় সিদ্ধান্ত কমিউনিটির ঐক্যমত্যের ভিত্তিতে হোক। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১২:৩১, ২৫ মে ২০১২ (ইউটিসি)
 
:: আমি অপ্টিমাইজেশনের দিকে নজর আনতে চাচ্ছি। বাংলা উইকির প্রেক্ষিতে অনেক বিষয়ের নিবন্ধই সুদীর্ঘ্য হবে না। কারণ অতো লোকবল নেই। তাই প্রচুর নিবন্ধের কেবল ভূমিকাটা লেখার কাজ করা উচিত। বাংলা উইকিতে কোন নিবন্ধ যোগ করলেই সবাই বিশাল তথ্যছক, নানা অনুচ্ছেদের নাম, বহিসংযোগ দিয়ে নিবন্ধটা আগলি করে ফেলা হয়। এটা না করে ছোটর মধ্যে কেবল ভূমিকা বিস্তারের কাজটা করা উচিত। এতে যা হয়, পরবর্তীতে কেউ কিছু যোগ করলে আগের এডিট তার পুনঃসংশোধনের প্রয়োজন পড়ে না।
:: দ্বিতীয়ত অফলাইনে কাজ করার খুব দরকার। প্রবন্ধ প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ। নীতিমালা ঘোষণা করে বিভিন্ন স্থানে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। পুরস্কারের ব্যবস্থা রাখা যেতে পারে। আবার কিছু বাজেটবিহীন প্রতিযোগিতার ক্ষেত্রে কেবল উইকিপিডিয়ার লোভ দেখিয়েই কাজটা করা যায়। প্রতিযোগিতার পুরস্কার হতে পারে- যে প্রথম হবে তার প্রবন্ধ উইকিপিডিয়াতে যোগ করা হবে। প্রতিযোগিতার নিয়মাবলী হবে উইকির নিয়মাবলী। যদ্দূর মনে হয় এমন কিছু একটা ইতিমধ্যে হয়েছে। আরও হওয়া উচিত! -- [[User:Muhammad|মুহাম্মদ]] ([[User talk:Muhammad|আলাপ]]) ০৭:৫৪, ২৬ মে ২০১২ (ইউটিসি)