চার্বাক দর্শন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SwThom123 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Unreferenced|date=অক্টোবর ২০১১}}
'''চার্বাক দর্শন''' ভারতীয় দর্শনের প্রধান শাখাগুলোর অন্যতম। এটি অধ্যাত্মবাদবিরোধী [[দর্শন]]। যখন এখানে বেদ ও উপনিষদকে কেন্দ্র করে অধ্যাত্মবাদী দর্শন চর্চা শুরু হয়, তখনই এ-দর্শন সামনে চলে আসে। এ-দর্শন কোনো প্রকার প্রত্যাদেশে বিশ্বাসী নয়, ‘প্রমাণ’ই এ-দর্শন অনুসারে যথার্থ জ্ঞানের উৎস। পারলৌকিক নয়, ইহজাগতিক সুখ ভোগই মানুষের একমাত্র কাম্য বলে [[চার্বাক]]রা মনে করত। চার্বাক দর্শনের প্রভাব বুদ্ধের সময় ও প্রাক-বুদ্ধ যুগে উপস্থিত ছিল বলে অনেকে মনে করে থাকেন। এ-দর্শন বাংলার মাটিতে উদ্ভূত না হলেও এর প্রভাব ছিল এখানে অপরিসীম। প্রত্যাদেশনির্ভর চিন্তাধারাকে বিনা বিচারে গ্রহণ না করে এ-দর্শন বাংলাদেশে স্বাধীন চিন্তার পথ উন্মুক্ত করে আধুনিক [[বস্তুবাদ]]-এর বিকাশে সহায়তা করে। চার্বাক দর্শনের কিছুটা প্রভাব দৃষ্টান্তবাদে পড়েছে। দৃষ্টান্তবাদীদের নীতিগুলো পাঠ করলে ব্যাপারটা আঁচ করা যায়।
 
{{অসম্পূর্ণ}}