পিথাগোরাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তা
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
|notable_ideas = মুজিকা উনিভের্সালিস, , Pythagorean tuning, [[পিথাগোরাসের উপপাদ্য]]
}}
'''সামোসের পিথাগোরাস''' ({{lang-grc|Πυθαγόρας ὁ Σάμιος|Pythagoras the Samian}}, অথবা শুধু '''পিথাগোরাস'''; খ্রিস্টপূর্ব ৫৭০ – ৪৯৫ অব্দ<ref>"তার জন্মের তারিখ সঠিকভাবে জানা যায় না। Aristoxenus-এর বক্তব্য সঠিক বলে মেনে নিলে (ap. Porph. ''V.P.'' 9) তিনি চল্লিশ বছর বয়সে Polycrates-এর স্বৈরশাসন থেকে বাঁচতে সামোস ত্যাগ করেন, আমরা ধরে নিতে পারি তিনি ৫৭০ খ্রিস্টপূর্বাব্দ বা তার কিছু পূর্বে জন্মেছিলেন। Theযদিও lengthপ্রাচীন ofকালে hisতার lifeবয়সের wasবিভিন্ন variouslyহিসাব estimatedপাওয়া in antiquityযায়, but itবিষয়ে isসবাই agreedএকমত thatযে heতিনি livedদীর্ঘ toজীবন a fairly ripe old age,লাভ andকরেছিলেন mostএবং probablyসম্ভবত he৭৫ diedথেকে at৮০ aboutবছর seventy-fiveবয়সে orমারা eighty.যান।" William Keith Chambers Guthrie, (1978), ''A history of Greek philosophy, Volume 1: The earlier Presocratics and the Pythagoreans'', page 173. Cambridge University Press</ref><ref>[http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Pythagoras.html Biographies]</ref>) ছিলেন একজন আয়োনীয় গ্রিক [[দর্শন|দার্শনিক]], [[গণিত|গণিতবিদ]] এবং পিথাগোরীয় ভ্রাতৃত্বের জনক যার প্রকৃতি ধর্মীয় হলেও তা এমন সব নীতির পত্তন ঘটিয়েছিল যা পরবর্তীতে [[প্লেটো]] এবং [[এরিস্টটল|এরিস্টটলের]] মত দার্শনিকদের প্রভাবিত করেছে।<ref name="britannica">[http://www.britannica.com/EBchecked/topic/485171/Pythagoras Pythagoras], এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা</ref> তিনি এজিয়ান সাগরের পূর্ব উপকূল অর্থাৎ বর্তমান তুরস্কের কাছাকাছি অবস্থিত সামোস দ্বীপে জন্মেছিলেন। ধারণা করা হয় শৈশবে জ্ঞান অন্বেষণের তাগিদে [[মিশর|মিশরসহ]] বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। ৫৩০ খ্রিস্টপূর্বাব্দের দিকে ইতালির দক্ষিণাঞ্চলে অবস্থিত গ্রিক কলোনি ক্রোতোনে চলে যান, এবং সেখানে একটি আধ্যাত্মিক ও দার্শনিক ভ্রাতৃত্বমূলক সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তার অনুসারীরা তারই নির্ধারিত বিধি-নিষেধ মেনে চলত এবং তার দার্শনিক তত্ত্বসমূহ শিখতো। এই সম্প্রদায় ক্রোতোনের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকে যা তাদের জন্য কাল হয়ে দাড়ায়। এক সময় তাদের সভাস্থলগুলো পুড়িয়ে দেয়া হয় এবং পিথাগোরাসকে বাধ্য করা হয় ক্রোতোন ছেড়ে যেতে। ধারণা করা হয় জীবনের শেষ দিনগুলো তিনি দক্ষিণ ইতালিরই আরেক স্থান মেতাপোন্তুমে কাটিয়েছিলেন।
 
পিথাগোরাস কিছু লিখেননি এবং সমসাময়িক কারও রচনাতেও তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। উপরন্তু ১ম খ্রিস্টপূর্বাব্দ থেকে তাকে বেশ অনৈতিহাসিক দৃষ্টিভঙ্গিতে দেখা হতে থাকে। সে সময় ভাবা হতো পিথাগোরাস একজন স্বর্গীয় স্বত্তা এবং গ্রিক দর্শনে যা কিছু সত্য (এমনকি প্লেটো এবং এরিস্টটলের অনেক পরিণত চিন্তাধারা) তার সবই তিনি শুরু করেছেন। এই ধারণা প্রতিষ্ঠিত করতে এমনকি কিছু গ্রন্থ পিথাগোরাস ও পিথাগোরাসবাদীদের নামে জাল করা হয়েছিল। তাই তার সম্পর্কে সত্যটা জানার জন্য প্রাচীনতম প্রমাণগুলোর দিকে দৃষ্টি দিতে হবে যখনও পরবর্তীরা তথ্য ঘোলাটে করে ফেলেনি। বর্তমানে পিথাগোরাস প্রধাণত গণিতবিদ ও বিজ্ঞানী হিসেবে পরিচিত হলেও প্রাচীনতম প্রমাণ বলছে, তার সময় বা তার মৃত্যুর দেড় শত বছর পর প্লেটো ও এরিস্টটলের সময়ও তিনি গণিত বা বিজ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন না। তখন তিনি পরিচিত ছিলেন, প্রথমত, মৃত্যুর পর আত্মার পরিণতি বিষয়ে বিশেষজ্ঞ যিনি ভাবতেন আত্মা অমর এবং ধারাবাহিকভাবে তার অনেকগুলো পুনর্জন্ম ঘটে, দ্বিতীয়ত, ধর্মীয় আচারানুষ্ঠান বিষয়ে পণ্ডিত, তৃতীয়ত, একজন ঐন্দ্রজালিক যার স্বর্ণের ঊরু আছে এবং যিনি একইসাথে দুই স্থানে থাকতে পারেন এবং চতুর্থত, একটি কঠোর জীবন ব্যবস্থা যাতে খাদ্যাভ্যাসের উপর নিষেধাজ্ঞা এবং আচারানুষ্ঠান পালন ও শক্ত আত্ম-নিয়ন্ত্রয়ণের নির্দেশ আছে তার জনক হিসেবে।<ref name="stanford">Huffman, Carl, "[http://plato.stanford.edu/entries/pythagoras/ Pythagoras]", The Stanford Encyclopedia of Philosophy (Fall 2011 Edition), Edward N. Zalta (ed.)</ref>