সেবাস্টিয়ান কো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
রাজনৈতিক জীবন
৪২ নং লাইন:
 
পরের বছর [[১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|১৯৮৮]] সালে তিনি ব্রিটিশ অলিম্পিক দলে নির্বাচিত হতে পারেননি। [[বার্মিংহ্যাম|বার্মিংহ্যামে]] অনুষ্ঠিত প্রস্তুতিমূলক খেলায় ১৫০০ মিটার দৌড়ে যোগ্যতা অর্জনে ব্যর্থ হন। মৌসুমের শুরুতে ভাল ফলাফল করলেও বুকের পীড়ায় প্রশিক্ষণে ব্যাঘাত ঘটে তাঁর। দ্য [[ডেইলী মিরর]] অলিম্পিক ক্রীড়ায় তাঁর অংশগ্রহণের বিষয়ে ব্যাপক প্রচারণা চালায়। কিন্তু কো'র পক্ষে নিয়ম পরিবর্তনের জন্য [[আন্তর্জাতিক অলিম্পিক কমিটি|আন্তর্জাতিক অলিম্পিক কমিটির]] সভাপতি [[জোয়াও এন্টোনিও সামারাঞ্চ|জোয়াও এন্টোনিও সামারাঞ্চের]] কাছে জোড়ালো আবেদন করেও সফলতা লাভে সক্ষম হয়নি। বলা হয়ে থাকে যে, [[ভারত|ভারতীয় দল]] তাঁর মায়ের পিতৃবংশজনিত কারণে সেব কো'র পক্ষ হয়ে কাজ করেছিল।<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/blogs/thereporters/mihirbose/2008/08/when_london_stages_the_games.html|title=Coe's London legacy challenge|first=Mihir|last=Bose|authorlink=Mihir Bose|publisher=[[bbc.co.uk]]|date=2008-08-20|accessdate=2008-08-20}}</ref>
 
==রাজনৈতিক জীবন==
১৯৯২ সালে ফলমাউথ ও ক্যামবোর্ন [[নির্বাচন|নির্বাচনী]] এলাকায় [[সংসদ নির্বাচন|সংসদ নির্বাচনে]] প্রতিদ্বন্দ্বিতা করে [[সংসদ সদস্য]] নির্বাচিত হন।<ref name="news.bbc.co.uk"/> পরবর্তীতে ১৯৯৭ সালে [[কনজারভেটিভ পার্টি|কনজারভেটিভ দলের]] পক্ষ হয়ে [[সাধারণ নির্বাচন|সাধারণ নির্বাচনে]] অংশ নিলেও পরাজিত হন তিনি। এরপর [[উইলিয়াম হগ|উইলিয়াম হগের]] চিফ অব স্টাফরূপে স্বল্প সময়ের জন্য [[রাজনীতি|রাজনীতিতে]] পুণরায় ফিরে আসেন। ২০০০ সালে লাইফ পিয়ারের মনোনয়নকৃত পদ গ্রহণ করেন।<ref>{{cite news| url=http://www.independent.co.uk/news/uk/politics/how-judo-made-a-man-out-of-hague-707222.html| work=[[The Independent]]| title=How judo made a man out of Hague|author=Cole Morton| date=23 July 2000 | accessdate=3 September 2010 | location=London}}</ref> এ সময়ে তিনি [[ম্যারাথন]] দৌড় প্রতিযোগিতার দিকে বিশেষ আকৃষ্ট হন। ২ ঘন্টা ৫৮ মিনিটে এ দৌড় শেষ করেছিলেন।
 
==তথ্যসূত্র==