খেলোয়াড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
রোবট সংযোগ
Suvray (আলোচনা | অবদান)
ফলাফল>বৈশিষ্ট্যাবলী
১ নং লাইন:
'''খেলোয়াড়''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়ঃ]] Player, Sportsperson) একজন [[ব্যক্তি|ব্যক্তিবিশেষ]], যিনি এক বা একাধিক [[খেলা|খেলায়]] অংশগ্রহণ করে থাকেন। খেলোয়াড় শব্দটি মূলতঃ [[কৌশল|কৌশলগত]] [[প্রতিযোগিতা|প্রতিযোগিতামূলক]] এবং সাধারণ [[বিনোদন|বিনোদনমূলক]] খেলায় ব্যবহার করা হয়। তবে বাজী ধরে খেলার উদ্দেশ্যে যে খেলোয়াড় বা সংশ্লিষ্ট [[সমর্থক]] অংশগ্রহণ করে থাকেন তিনি [[জুয়ারি]] নামে জনসমক্ষে পরিচিত হয়ে থাকেন।<ref name = '''ba''>ব্যবহারিক বাংলা অভিধান, সম্পাদকঃ ড. মুহম্মদ এনামুল হক, ২য় সংস্করণ, ২০১০, পৃষ্ঠাঃ ৪৭৬ বাংলা একাডেমী, ঢাকা</ref> যে-কোন ধরণের খেলায় কমপক্ষে দুইজন বা নির্দিষ্টসংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ ঘটে থাকে। ক্ষেত্রবিশেষে একজন খেলোয়াড়ও খেলায় অংশ নিয়ে থাকেন। তন্মধ্যে একাকী খেলার উপযোগী [[তাস|তাসজাতীয়]] খেলা কিংবা [[কম্পিউটার গেমস]] বা [[ভিডিও গেমস]] অন্যতম। এছাড়াও, [[কম্পিউটার]] ব্যবহারকারী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে কম্পিউটার কিংবা অনির্ধারিতসংখ্যক খেলোয়াড়ের বিপক্ষে [[অনলাইন গেমস|অনলাইন গেমসেও]] অংশ নিয়ে থাকেন।
 
==বৈশিষ্ট্যাবলী==
একজন খেলায়াড় [[পেশাদার খেলোয়াড়|পেশাদার]] বাকিংবা অপেশাদার হতে পারেন। বেশিভাগবেশীরভাগ পেশাদার খেলোয়াড়ের শক্তিশালী শারীরিকগঠনশারীরিক কাঠামো থাকে। সুশৃঙ্খল নিয়মানুবর্তীতায় থাকে,তারা নিয়মিত শরীরচর্চা অনুশীলন করেন এবং তাদের খাদ্যতালিকাখাদ্যতালিকাও নির্দিষ্টছকমাফিক থাকে। তবে দাবার[[দাবা|দাবা খেলার]] মতো শুধুমাত্র বুদ্ধিমত্ত্বাবুদ্ধিমত্তা সম্পর্কিতসম্পর্কীয় খেলার জন্য এটা প্রযোজ্যধরনের নাওনিয়মের হতেতেমন প্রযোজ্য পারে।নয়।
 
==ফলাফল==
ব্যক্তিগত বা দলীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে কোন একজন খেলোয়াড় বা দল জয়ী হয়। দলগতভাবে যে খেলোয়াড় সর্বাধিক ক্রীড়ানৈপুণ্যতা প্রদর্শন করেন তিনি প্রতিযোগিতার নিয়ম অনুসারে [[সেরা খেলোয়াড়|সেরা খেলোয়াড়ের]] মর্যাদা লাভ করে থাকেন এবং [[পদক]] কিংবা [[পুরস্কার|পুরস্কারে]] ভূষিত হন। সাধারণতঃ [[চ্যাম্পিয়ন]] ও [[রানার-আপ]] মর্যাদায় অভিষিক্ত খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। তবে কিছু কিছু খেলায় (যেমনঃ [[মুষ্টিযুদ্ধ]]) ৪র্থ স্থান অর্জনকারী খেলোয়াড়ও পুরস্কার পেয়ে থাকেন।
 
১০ নং লাইন:
==প্রতিযোগিতায় অংশগ্রহণ==
[[দল|দলগত]] পর্যায়ের খেলা হিসেবে [[ক্রিকেট]], [[ফুটবল]], [[হকি]], [[ওয়াটার পোলো]] ইত্যাদি খেলায় খেলোয়াড়গণ নির্ধারিত নিয়ম-কানুন প্রতিপালন করে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিপক্ষীয় দলের অন্যান্য খেলোয়াড়দের বিরুদ্ধে অংশগ্রহণ করেন। দলীয় [[অধিনায়ক|অধিনায়কের]] কৌশল প্রয়োগ ও পরামর্শক্রমে জয়ের লক্ষ্যে সর্বশক্তি প্রয়োগ করেন তিনি। পাশাপাশি খেলা পরিচালনকারীর ভূমিকায় [[রেফারী]] কিংবা [[আম্পায়ার|আম্পায়ারকে]] সহায়তা করতে হয়।
 
তবে, খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগিতার নিয়মাবলী একজন খেলোয়াড়কে অনুসরণ করতে হয়। [[ডেভিস কাপ]] টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একজন [[টেনিস]] খেলোয়াড়কে বর্তমান নিয়ম অনুযায়ী কমপক্ষে ১৪ [[বছর]] বা তদূর্ধ্ব বয়সী হতে হয়।<ref name="records">http://www.daviscup.com/en/history/records.aspx</ref>
 
==তথ্যসূত্র==