উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৫ নং লাইন:
|{{policylist}}
|}
উইকিপিডিয়ার কোন নিবন্ধের বিষয়বস্তু অযাচিতভাবে মুছে ফেলা, অসংলগ্ন বা মিথ্যা তথ্য ঢোকানো,স্থুল রসিকাতরসিকতা ইত্যাদি ধ্বংসপ্রবণতার মধ্যে পড়ে। ধ্বংসপ্রবণতাকে উইকিপিডিয়াতে স্থান দেয়া হবেনা, ধ্বংসপ্রবণ ব্যবহারকারী বা আইপি ঠিকানাকে নিষিদ্ধ করা হতে পারে।
 
ইউকিপিডিয়ার উন্নতির জন্য কোনো প্রচেষ্টা ধ্বংসপ্রবণতা নয় যদিও সে প্রচেষ্টার ধরন ভুল হয়। এমনকি ক্ষতিকর সম্পাদনা খারাপ উদ্দেশ্য নিয়ে করা না হলে সেটা ধ্বংসপ্রবণতা নয়। যেমন ব্যক্তিগত মতামত যোগ করা ধ্বংসপ্রবণতা নয়,তবে সতর্ক করার পরেও বারবার যোগ করাকে খারাপ চোখে দেখা হয়। বিতর্কিত কোনো সম্পাদনা ধ্বংসপ্রবণতা নয় তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য যোগ করা ধ্বংসপ্রবণতা। কোনটি ধ্বংসপ্রবণতা আর কোনটি নয় সেটা নির্ণয়ের জন্য খুবই সতর্কভাবে চিন্তা করা প্রয়োজন।
 
ধ্বংসপ্রবণতা ইউকিপিডিয়ার নীতিবিরুদ্ধ। আপনি যদি কোনো ব্যবহারকারী ধ্বংসপ্রবণ বলে মনে করেন তাহলে তার সম্পাদনাগুলো সরিয়ে ফেলতে পারেন,আপনি তাকে সতর্ক করেও দিতে পারেন(নিচে দেখুন)। কোনো ব্যবহারকারি সতর্ক করা সত্ত্বেও এধরণের কার্যকলাপ চালিয়ে গেলে প্রশাসকদের কাছে অভিযোগ করতে হবে(দেখুনঃ [[উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতার বিরূদ্ধে প্রশাসকের পদক্ষেপ|ধ্বংসপ্রবণতার বিরূদ্ধে প্রশাসকের পদক্ষেপ]]'),এক্ষেত্রে ব্যবহারকারিকে নিষিদ্ধ করা হতে পারে। বড়রকমের ধ্বংসাত্বক কর্মকান্ডের ক্ষেত্রে সতর্কতা ছাড়াও ব্যবহারকারিকে নিষিদ্ধ করা হতে পারে।