অধিনায়ক (ক্রীড়া): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা
১ নং লাইন:
'''অধিনায়ক''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়ঃ]] Captain) কোন নির্দিষ্ট দলের একজন [[খেলোয়াড়|খেলোয়াড়ের]] সম্মানসূচক [[পদবী|পদবীবিশেষ]] ও প্রধান ব্যক্তিত্ব। দলের সকল সদস্য, কোচ, ম্যানেজার - সংখ্যাগরিষ্ঠ সকলের সম্মতিক্রমে একজন খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে মর্যাদা দেয়া হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে [[খেলার নিয়ম-কানুন]] সম্পর্কে যদি [[কোচ]] খেলোয়াড়দেরকে অবহিত না করেন তাহলে অধিনায়ক এ বিষয়ে উপস্থিত বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ করে থাকেন। অর্থাৎ, একজন অধিনায়ককে খেলাধূলার যাবতীয় নিয়ম-কানুন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হয়। দলীয় সাফল্য কিংবা ব্যর্থতার দায়-দায়িত্ব তাঁর কাঁধেই অর্পিত হয়। খেলা পরিচালনকারীর সাথে সুন্দর সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখাসহ দলের সদস্যদের উদ্দীপনা যোগানদাতা হিসেবে তার ভূমিকা অনস্বীকার্য। এ অবস্থানটি অত্যন্ত সম্মানজনক ও গৌরবের বিষয়ও বটে। তিনি দলের অন্যান্য সদস্যের কাছ থেকে সমীহ আদায়কারী হিসেবে বিবেচিত হয়ে থাকেন। সাধারণতঃ তাঁকে দলের সবচেয়ে কুশলী ও অভিজ্ঞতালব্ধ খেলোয়ারূপে গণ্য করা হয় এবং বিশেষ নম্বরের পোষাক পরিধানের জন্য আমন্ত্রণ জানানো হয়। দলগত, জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে অধিনায়কত্ব লাভ খেলোয়াড়ী জীবনের সর্বশেষ স্তরস্বরূপ।
 
==দায়-দায়িত্ব==
অধিনায়ক দলের উল্লেখযোগ্য সদস্যরূপে দলের নেতৃত্বভার গ্রহণপূর্বক খেলার পূর্বে বা খেলা চলাকালীন সময়ে মাঠে [[কৌশল]] অবলম্বন, [[বুদ্ধিমত্তা]] প্রয়োগ এবং [[দলীয় সমঝোতা|দলীয় সমঝোতায়]] লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তিনি দলের সকল খেলোয়াড়ের প্রতিনিধি এবং মুখপাত্র। নৈতিক ও মানসিকভাবে তিনি বলীয়ান হয়ে থাকেন। প্রায়শঃই তাকে একমাত্র খেলোয়াড় হিসেবে মাঠে [[রেফারী]] কিংবা [[আম্পায়ার|আম্পায়ারের]] সাথে মন্তব্য করতে বা বিভ্রান্তি দূর করে স্বচ্ছতা আনয়ণে অংশ নিতে হয়। কিছু কিছু খেলায় অধিনায়ক বা [[ক্যাপ্টেন (খেলা)|ক্যাপ্টেন]] খেলা পরিচালনাকারী কর্মকর্তাদের সাথে খেলার নিয়ম-কানুনের প্রয়োগ নিয়েও আলোচনা করে থাকেন। প্রয়োজনে তিনি অন্যায় সিদ্ধান্তের প্রেক্ষিতে দলকে [[মাঠ|মাঠের]] বাইরে নিয়ে আসতে পারেন। এছাড়াও, [[ফলাফল বিবরণী|ফলাফল বিবরণীতেও]] তাঁকে [[স্বাক্ষর]] প্রদান করতে হয়।
 
বিভিন্ন ধরণের খেলাধূলায় হরেক রকম নিয়ম-কানুন লক্ষ্য করা যায়। ফলে নিয়ম-কানুন প্রতিপালনের জন্য দলনেতাকেও নির্দিষ্ট খেলার নিয়ম-কানুন সম্পর্কে তীক্ষ্ণ সচেতনতার পরিচয় দিতে হয়। [[ক্রিকেট]], [[বেসবল]], [[ফুটবল]], [[আইস হকি]] প্রভৃতি খেলায় ক্যাপ্টেন শব্দের ব্যবহার লক্ষ্যণীয়। কিন্তু [[কার্লিং]] খেলায় তিনি [[স্কিপ]] নামে পরিচিত।