অধিনায়ক (ক্রীড়া): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
গোছানো
Suvray (আলোচনা | অবদান)
৩ নং লাইন:
==দায়-দায়িত্ব==
অধিনায়ক দলের উল্লেখযোগ্য সদস্যরূপে দলের নেতৃত্বভার গ্রহণপূর্বক খেলার পূর্বে বা খেলা চলাকালীন সময়ে মাঠে [[কৌশল]] অবলম্বন, [[বুদ্ধিমত্তা]] প্রয়োগ এবং [[দলীয় সমঝোতা|দলীয় সমঝোতায়]] লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তিনি দলের সকল খেলোয়াড়ের প্রতিনিধি এবং মুখপাত্র। প্রায়শঃই তাকে একমাত্র খেলোয়াড় হিসেবে মাঠে রেফারী কিংবা আম্পায়ারের সাথে মন্তব্য করতে বা স্বচ্ছতা আনয়ণে অংশ নিতে হয়। কিছু কিছু খেলায় অধিনায়ক বা [[ক্যাপ্টেন (খেলা)|ক্যাপ্টেন]] খেলা পরিচালনাকারী কর্মকর্তাদের সাথে খেলার নিয়ম-কানুনের প্রয়োগ নিয়েও আলোচনা করে থাকেন। প্রয়োজনে তিনি অন্যায় সিদ্ধান্তের প্রেক্ষিতে দলকে [[মাঠ|মাঠের]] বাইরে নিয়ে আসতে পারেন। এছাড়াও, [[ফলাফল বিবরণী|ফলাফল বিবরণীতেও]] তাঁকে [[স্বাক্ষর]] প্রদান করতে হয়।
 
বিভিন্ন ধরণের খেলাধূলায় হরেক রকম নিয়ম-কানুন লক্ষ্য করা যায়। ফলে নিয়ম-কানুন প্রতিপালনের জন্য দলনেতাকেও নির্দিষ্ট খেলার নিয়ম-কানুন সম্পর্কে তীক্ষ্ণ সচেতনতার পরিচয় দিতে হয়। [[ক্রিকেট]], [[বেসবল]], [[ফুটবল]], [[আইস হকি]] প্রভৃতি খেলায় ক্যাপ্টেন শব্দের ব্যবহার লক্ষ্যণীয়। কিন্তু [[কার্লিং]] খেলায় তিনি [[স্কিপ]] নামে পরিচিত।
 
[[মার্শাল আর্ট|মার্শাল আর্টে]] একজন খেলোয়াড় প্রশিক্ষকের নির্দেশনায় খেলায় অংশ নেন। সেখানে [[প্রশিক্ষক]] বা সিনিয়র বেল্টধারী ব্যক্তিকে কখনো কখনো ক্যাপ্টেন নামে ডাকা হয়।
 
==অন্যান্য==