রাষ্ট্রদূত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: ar, az, be, be-x-old, bg, bs, ca, cs, da, de, eo, es, et, eu, fa, fi, fr, gd, he, hi, hr, id, it, ja, kk, kn, ko, la, lt, lv, mk, mn, ms, nl, nn, no, pl, ps, pt, ru, scn, sh, si, simple, sk, sl, sr, sv, th, ...
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ
১ নং লাইন:
'''রাষ্ট্রদূত '''([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়ঃ]] Ambassador) একজন ব্যক্তিবিশেষ, যিনি কোন নির্দিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে অন্য কোন দেশে প্রেরিত হন। রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কোন দেশের প্রতিনিধিত্ব করে যাবতীয় রাষ্ট্রীয় কার্যাদি সম্পন্ন করেন। সাধারণতঃ তিনি নিজ দেশের স্বার্থ রক্ষা কিংবা সমস্যা নিয়ে অন্য দেশের কাছে তুলে ধরেন এবং দ্বি-পক্ষীয় স্বার্থাদিস্বার্থ সংশ্লিষ্ট বাস্তবায়নে তৎপর থাকেন।
 
অতীতে পারস্পরিক দু'টি দেশের মধ্যে [[যোগাযোগ]] রক্ষার জন্যে কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতো। ফলে, সিদ্ধান্ত গ্রহণও বিলম্বিত হতো। এরই প্রেক্ষাপটে নির্দিষ্ট একজন ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে একে-অপরের দেশে নিযুক্ত করা হয় সভা এবং আলাপ-আলোচনার জন্যে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নয়ন ঘটায় সরাসরি কিংবা মুহুর্তের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভবপর। তারপরও এটি সত্যি যে, অনেক সমস্যা রয়েছে যেখানে সরাসরি যোগাযোগ অবশ্যই রক্ষা করতে হয়। এখানেই রাষ্ট্রদূতের উপযোগিতা ও প্রয়োজনীয়তা বিদ্যমান।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
[[ar:سفير]]