রোকনুজ্জামান খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
রচনাসমগ্র্র
২ নং লাইন:
 
==কর্মজীবন==
১৯৪৮ সালে [[আবুল মনসুর আহমদ]] সম্পাদিত [[দৈনিক ইত্তেহাদ|ইত্তেহাদ]] পত্রিকার 'মিতালী মজলিস' নামীয় শিশু বিভাগের দায়িত্ব লাভের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে [[শিশু সওগাত]] পত্রিকায় দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে [[দৈনিক মিল্লাত|দৈনিক মিল্লাতের]] কিশোর দুনিয়া'র শিশু বিভাগের পরিচালক ছিলেন। ১৯৫৫ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তরুণ [[সাংবাদিক]] হিসেবে কাজ শুরু করেন। ২রা এপ্রিল শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক নিযুক্ত হন এবং আসর পরিচালকের নামকরণ করা হয় দাদাভাই। সেই থেকে তিনি নতুন পরিচয় পান ''দাদাভাই''।<ref>দৈনিক কালের কণ্ঠ, মুদ্রিত সংস্করণ, ৯ এপ্রিল, ২০১১ইং, অবাক পৃথিবী, পৃষ্ঠাঃ ৬</ref> তাঁর পরিচিতিতেই ছোটদের উপযোগী করে লিখতেন - [[সুফিয়া কামাল]], [[আবদুল্লাহ আল মূতীমুতি শরফুদ্দিন]], [[শওকত ওসমান]], [[আহসান হাবীব]], [[ফয়েজ আহমদআহমেদ]], [[হোসনে আরা]], [[নাসির আলী]], [[হাবীবুর রহমান|হাবীবুর রহমানসহ]] বিখ্যাত অনেক লেখক।
 
১৯৫৬ সালে বাংলাদেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠন [[কচিকাঁচার মেলা]] প্রতিষ্ঠা করেন রোকনুজ্জামান খান। বিখ্যাত অনেক ব্যক্তিত্ব এর সদস্য ছিলেন - [[সুলতানা কামাল]], [[হাশেম খান]], [[মাহবুব তালুকদার]], [[কৌতুক]] অভিনেতা [[রবিউল]] প্রমূখ।
 
==রচনাসমগ্র==
হাট্টিমাটিম টিম, খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় প্রভৃতি বই লিখেছেন দাদাভাই। সম্পাদনা করেছেন - আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাঁচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি পুস্তক।
 
==সম্মাননা==
 
==তথ্যসূত্র==