শিশু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: an, ar, arz, ast, az, ba, bat-smg, be, be-x-old, bg, bo, br, bs, ca, chr, chy, cs, cv, cy, da, de, el, eo, es, et, eu, fa, fi, fiu-vro, fr, fy, ga, gan, gd, gl, gn, he, hif, hr, ht, hu, id, io, is, it, ja, k...
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ
১ নং লাইন:
'''শিশু''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়ঃ]] Child) ভূমিষ্ঠকালীন [[ব্যক্তি|ব্যক্তির]] প্রাথমিক রূপ। যে এখনও [[যৌবন|যৌবনপ্রাপ্ত]] হয় নাই কিংবা [[বয়ঃসন্ধিক্ষণ|বয়ঃসন্ধিক্ষণে]] প্রবেশ করেনি সে শিশু হিসেবে [[সমাজ]] কিংবা [[রাষ্ট্র|রাষ্ট্রে]] চিহ্নিত হয়ে আছে। সচরাচর যে [[ছেলে]] বা [[মেয়ে|মেয়ের]] [[বয়স]] ১৫ বছরের নীচে অবস্থান করছে সে শিশু হিসেবে চিহ্নিত। কখনো কখনো অনাগত [[সন্তান]] অর্থাৎ যে সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই বা মায়ের গর্ভে অবস্থান করছে সেও শিশুরূপে পরিগণিত হয়ে থাকে। একজন ব্যক্তি তার পিতা-মাতার কাছে সবসময়ই সন্তান বা শিশু হিসেবে চিহ্নিত হয়ে থাকেন।
 
অধিকাংশ দেশেই সামাজিক দায়-দায়িত্বের অংশরূপে এবং [[অভিভাবক|অভিভাবকের]] দিকনির্দেশনায় কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক [[শিক্ষানীতি|শিক্ষানীতির]] আলোকে শিশুরা [[বিদ্যালয়]] গমন করে। এছাড়াও, ক্ষুদে শিশুরা [[কিন্ডারগার্টেন|কিন্ডারগার্টেনের]] প্লে-গ্রুপে আনন্দ ও খেলার ছলে শিক্ষাগ্রহণ করে শৈশবকালীন প্রাথমিক শিক্ষাকে আলোকিত ও আনন্দময় করে তুলে। কিন্তু [[অনুন্নত দেশ]] বা পশ্চাদমূখী দেশে মাঝেমাঝে কিংবা প্রায়শঃই মাতা-পিতার সাথে [[শ্রমিক|শ্রমকার্যে]] অংশগ্রহণ করে অর্থ উপার্জনে জড়িয়ে পড়তে হয়।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
[[an:Nino]]
'https://bn.wikipedia.org/wiki/শিশু' থেকে আনীত