আলাপ:এটিএন নিউজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১ নং লাইন:
{{আলাপ পাতা}}
 
ন্তু == ট্যাগ লাগানোর যৌক্তিকতা ==
 
এই নিবন্ধের ভিলেন দেখছি আমিই, একগাদা ট্যাগের প্রায় সবগুলোই আমার লাগানো।
# '''উল্লেখযোগ্যতার ট্যাগ:''' এটা নিবন্ধ প্রণেতার দায় যে, [[উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা|উল্লেখযোগ্যতার নীতি]] অনুযায়ী নিবন্ধকে উল্লেখযোগ্য প্রমাণ করতে হবে। এখানে আমার কিছুই করার নেই। (কিছু ক্ষেত্রে এটা ২ ও ৩-এর কারণে সৃষ্ট)
৮ ⟶ ৭ নং লাইন:
# '''অপসারণ ট্যাগ:''' বাংলা উইকিতে ট্যাগ সেঁটে পড়ে আছে বহু নিবন্ধ। এটাও তার একটা উজ্জল উদাহরণ: আমি ২৪ নভেম্বর ২০১১ এই ট্যাগ সাঁটার সময় সম্পাদনা সারাংশে উল্লেখ করেছিলাম ''৯ আগস্ট ২০১১ থেকে নিবন্ধটি খালি এবং উল্লেখযোগ্যতা প্রমাণিত নয়। অপসারণের অনুরোধ''।
সুতরাং বোঝাই যাচ্ছে, এর একটা ট্যাগও অবান্তর প্রমাণ করার মতো কোনো উদ্যোগ নিবন্ধপ্রণেতার থেকে প্রমাণিত হয়নি। তাই মিডিয়াতে এসংক্রান্ত আলোচনা আসলে সুফল দিবে না। নিবন্ধ প্রণেতাকে অনুরোধ করছি প্রথমেই গঠনমূলকভাবে নিবন্ধের কলেবর বাড়ানোর, তারপর উল্লেখযোগ্যতা-সংক্রান্ত ইস্যুগুলো আলোচনা এবং প্রমাণের ভিত্তিতে মীমাংসা করতে। ধন্যবাদ। —[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৮:০২, ১৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)
::ভাই আমি হালকা মেজাজে কথা গুলো বলছি। শুধু আলাপ জমানোর জন্য। আপনাদের সাথে অনেকদিন কথাবার্তা নাই। তাই আপনাকে ভিলেন বানাই দিলাম!!--[[User:Aashaa|আশা]] ([[User talk:Aashaa|আলাপ]]) ১৯:০১, ১৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)
"এটিএন নিউজ" পাতায় ফেরত যান।