শক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AvocatoBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট পরিবর্তন করছে: si:ශක්තිය (‍භෞතික විද්‍යාව)
১৬ নং লাইন:
শক্তির রূপগুলোকে সাধারণত সংশ্লিষ্ট [[বল]] অনুসারে ডাকা হয়।
 
জমিএরদা দে পাগিনা সুবনরমালেস দে মিএরদা লল
== শক্তির সংরক্ষণশীলতা নীতি ==
শক্তির যে কোন রূপকে অন্য যে কোন রূপে [[শক্তির রূপান্তর|রূপান্তরিত]] করা যায়, কিন্তু মোট শক্তির পরিমাণ একই থাকে। একে [[শক্তির সংরক্ষণশীলতা নীতি]] বা শক্তির নিত্যতা সূত্র বলা হয়। শক্তির সংরক্ষণশীলতা নীতিকে এভাবে বিবৃত করা যায়ঃ
<blockquote>
শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে। [[মহাবিশ্ব|মহাবিশ্বের]] মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।<ref>জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত নবম ও দশম শ্রেণীর ''মাধ্যমিক পদার্থবিজ্ঞান'' বই, পরিমার্জিত সংস্করণঃ ডিসেম্বর ২০০৮, পৃষ্ঠা নং ৮২</ref>
</blockquote>
 
শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হলে শক্তির কোন ক্ষয় হয় না। একটি বা একাধিক বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অন্য এক বা একাধিক বস্তু ঠিক একই পরিমাণ শক্তি পায়। নতুন করে কোন শক্তি সৃষ্টি হয় না বা কোন শক্তি ধ্বংসও হয়না। সুতরাং এই মহাবিশ্ব সৃষ্টির মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, এখনও ঠিক সেই পরিমাণ শক্তিই আছে।
 
== কাজ-শক্তি উপপাদ্য ==