ইরানি বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trinanjon (আলোচনা | অবদান)
Trinanjon (আলোচনা | অবদান)
১১২ নং লাইন:
 
===আধুনিক বর্ষপঞ্জী (সৌর হিজরি)===
====ইরানে====
[[১৯১১]] [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দের]] [[২১ ফেব্রুয়ারি]] দ্বিতীয় [[মজলিস (ইরান)|ইরানি সংসদ]] সৌর জালালি বর্ষপঞ্জীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এই বর্ষপঞ্জীর মাসের নামকরণ করা হয়েছিল বারোটি রাশির নামানুসারে এবং [[১৯২৫]] [[খ্রিস্টাব্দ]] পর্যন্ত এটি প্রচলিত ছিল।<ref name="iranica">[http://www.iranicaonline.org/articles/calendars "Calendars" in ''Encyclopaedia Iranica'']</ref> [[৩১ মার্চ]] [[১৯২৫]] [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] [[পহ্লবী সাম্রাজ্য|পহ্লবী সাম্রাজ্যের]] আমলে অধুনা ইরানি বর্ষপঞ্জী সরকারি ভাবে গ্রহণ করা হয়। সেই সংক্রান্ত আইনে বলা হয় যে বছরের প্রথম দিনটি "যেভাবে ছিল" সেভাবেই হবে "প্রকৃত সৌর বর্ষ" অনুসারে বসন্তের প্রথম দিন। ওই আইনে বছরের শেষ মাসটি ছাড়া বাকি ১১টি মাসের দিনসংখ্যা স্থির করে দেওয়া হয় যা, আগে ক্রান্তীয় রাশিতে সূর্যের অবস্থানের ভিত্তিতে পরিবর্তিত হত। এই বর্ষপঞ্জীতে ১২টি মাসের প্রাচীন পারস্য নাম ফিরিয়ে আনা হয় এবং সেই নামগুলিই বর্তমানে বিদ্যমান। সংস্কারকৃত এই বর্ষপঞ্জীর অব্দ গণনা করা হয় [[৬২২]] [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] [[মুহাম্মাদ|মুহাম্মাদের]] হিযরতের সময় থেকে। এই বর্ষপঞ্জী গ্রহণের সময় সরকার সাধারণের মধ্যে প্রচলিত দ্বাদশ বর্ষীয় চক্র বিশিষ্ট চীনা-উইগুর বর্ষপঞ্জীকে নিষিদ্ধ ঘোষণা করে।
 
নবগঠিত ইরানি বর্ষপঞ্জীতে ফারওয়ারদিন থেকে শাহ্‌রিওয়ার, এই প্রথম ছয় মাসের দিনসংখ্যা হল ৩১ এবং পরবর্তী পাঁচ মাস মেহ্‌র থেকে বাহ্‌মানের দিনসংখ্যা হল ৩০। শেষ মাস এসফান্দের দৈর্ঘ্য হল জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ২৯ অথবা ৩০ দিন। এটি জালালি বর্ষপঞ্জীর একটি সরলীকৃত রূপ। জালালি বর্ষপঞ্জীতে একেকটি [[ক্রান্তীয় রাশি|ক্রান্তীয় রাশিতে]] সূর্যের অবস্থানের ভিত্তিতে মাসের দৈর্ঘ্য নির্ণয় করা হত। [[জানুয়ারি]] মাসের শুরুতে (পারস্য মাস "দেই") বিভিন্ন রাশিতে সূর্যের গমনের বেগ থাকে সর্বাধিক এবং [[জুলাই]] মাসের শুরুতে (পারস্য মাস "তির") সূর্যের বেগ থাকে ন্যূনতম। বর্তমানে [[মহাবিষুব]] থেকে [[জলবিষুব]] পর্যন্ত সময় হল ১৮৬ দিন ১০ ঘণ্টা এবং [[জলবিষুব]] থেকে [[মহাবিষুব]] পর্যন্ত সময় হল ১৭৮ দিন ২০ ঘণ্টা।
 
সৌর হিজরি বর্ষপঞ্জীতে ([[ফার্সি ভাষা|ফার্সি]]: گاهشماری هجری خورشیدی یا هجری شمسی) সাতটি চার বছর অন্তর অধিবর্ষের পর একটি পাঁচ বছর অন্তর অধিবর্ষ হয়। এর কারণ ইরানি বর্ষপঞ্জীতে [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|গ্রেগোরিয়ান বর্ষপঞ্জীর]] মত গাণিতিক নিয়মে অধিবর্ষ গণনা করা হয় না বরং বর্ষশুরুর জন্য জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রকৃত [[মহাবিষুব|মহাবিষুবকে]] গণ্য করা হয়।
 
==আধুনিক বর্ষপঞ্জীর বিশদ বিবরণ==