ইরানি বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trinanjon (আলোচনা | অবদান)
Trinanjon (আলোচনা | অবদান)
৯৭ নং লাইন:
}}
</ref>
এই বর্ষপঞ্জীতে মাস গণনা করা হত একেকটি [[ক্রান্তীয় রাশি|ক্রান্তীয় রাশিতে]] সূর্যের অবস্থানের ভিত্তিতে। এই মাসগণনা পদ্ধতির ধারণাটি [[হিন্দু বর্ষপঞ্জী|হিন্দু সৌর বর্ষপঞ্জী]] থেকে গ্রহণ করা হয়। এটি খ্রিস্টীয় অষ্টম শতক পর্যন্ত প্রচলিত ছিল। ৩৫৪ দিন বিশিষ্ট [[ইসলামি বর্ষপঞ্জী]] সম্পূর্ণ চান্দ্র হওয়ার কারণেফলে তা কোন ঋতুকে চিহ্নিত করতে অক্ষম। সেই কারণে এই [[ইসলামি বর্ষপঞ্জী|বর্ষপঞ্জী]] আরবের অনুর্বর মরু অঞ্চলে ব্যবহারযোগ্য হলেও [[ইরান|পারস্যের]] মত উর্বর ও কৃষিভিত্তিক অঞ্চলে তা একেবারেই অব্যবহার্য হয়ে পড়ে। তাই [[ইরান|পারস্যের]] [[মুসলমান]] শাসকেরাও [[ইসলামি বর্ষপঞ্জী|ইসলামি বর্ষপঞ্জীর]] পরিবর্তে ইরানি সৌর পঞ্জিকা গ্রহণ করতে বাধ্য হন। [[১০৭৩]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দে]] সুলতান [[প্রথম জালাল আল-দিন মালিক শাহ্‌]] একটি ব্যবহারোপযোগী সৌর পঞ্জিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। [[১০৯২]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দে]] সুলতানের মৃত্যুর বহু আগেই সেই বর্ষপঞ্জী নির্মাণের কাজ সম্পূর্ণ হয়।<ref name = mactutor/>
 
এই বর্ষপঞ্জী অনুসারে [[মহাবিষুব|মহাবিষুবের]] দিন থেকে বর্ষগণনা শুরু হত এবং একেকটি [[ক্রান্তীয় রাশি|ক্রান্তীয় রাশিতে]] সূর্যের অবস্থানের ভিত্তিতে একেকটি মাস নির্ণয় করা হত। এই পদ্ধতিটি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভারতীয় গ্রন্থ [[সূর্য সিদ্ধান্ত|সূর্য সিদ্ধান্তে]] উল্লিখিত বর্ষগণনা সূত্রকে সামান্য সংশোধন করে গ্র‌হণ করা হয়েছিল। কিন্তু এইভাবে প্রতিটি মাস গণনা সম্পূর্ণ জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হওয়ার ফলে ফলে প্রত্যেক মাসের দৈর্ঘ্য বিভিন্ন বছরে বিভিন্ন রকম হত। একেকটি মাসের দৈর্ঘ্য ২৯ দিন থেকে ৩২ দিনের মধ্যে হত। উদাহরণ, জালালি বর্ষপঞ্জীর ১৩০২ এবং ১৩০৩ অব্দে প্রতিটি মাসের দৈর্ঘ্য ছিল নিম্নরূপ:
* ১৩০২ ইরানিপারস্য অব্দ: ৩০, ৩১, ৩২, ৩১, ৩১, ৩১, ৩১, ২৯, ৩০, ২৯, ৩০ এবং ৩০ দিন,
* ১৩০৩ ইরানিপারস্য অব্দ: ৩০, ৩১, ৩২, ৩১, ৩২, ৩০, ৩১, ৩০, ২৯, ৩০, ২৯ এবং ৩০ দিন।
 
প্রতিটি মাসকেই জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে নির্ণয় করার ফলে এই বর্ষপঞ্জী এক দিনের জন্যেও নির্দিষ্ট ঋতু থেকে সরে যেত না। ফলে জালালি বর্ষপঞ্জীতে কোন অধিবর্ষের প্রয়োজন ছিল না। কিন্তু এই বর্ষপঞ্জী গণনা ছিল একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক সমস্ত তথ্য ও নিয়মিত পর্যবেক্ষণের দ্বারা [[সূর্য|সূর্যের]] আপাত আবর্তন নির্ণয় করা হত।
 
[[১০৭৯]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দে]] গঠিত জ্যোতির্বিজ্ঞানীদের কমিটি একটি সৌর বর্ষের দৈর্ঘ্য নির্ধারণ করে ৩৬৫.২৪২১৯৮৫৮১৫৬ দিন।<ref name = mactutor/> (অর্থাৎ ২৮২০ বছরে ১,০২৯,৯৮৩ দিন)<ref>[http://ephemeris.com/history/middle-east.htmlephemeris.com Early History of Astronomy - The Middle East]</ref> প্রকৃতপক্ষে একটি সৌর বর্ষের দৈর্ঘ্য হল ৩৬৫.২৪২২৪৬৪ দিন।<ref>Kazimierz M. Borkowski, "[http://www.astro.uni.torun.pl/~kb/Papers/JRASC/Tropic.htm The tropical year and solar calendar]", ''The Journal of the Royal Astronomical Society of Canada'' '''85'''/3 (June 1991) 121–130.</ref>
 
কিন্তু বিভিন্ন বছরে মাসের দৈর্ঘ্য পরিবর্তিত হওয়ার কারণে এবং বর্ষপঞ্জী গণনাপ্রক্রিয়ায় বিবিধ জটিলতার কারণে [[১৯২৫]] [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] (১৩০৪ পারস্য অব্দে) ইরানি বর্ষপঞ্জীর সরলীকরণ করা হয়।
 
==আধুনিক বর্ষপঞ্জীর বিশদ বিবরণ==