ইরানি বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trinanjon (আলোচনা | অবদান)
Trinanjon (আলোচনা | অবদান)
৯৭ নং লাইন:
}}
</ref>
এই বর্ষপঞ্জীতে মাস গণনা করা হত একেকটি [[ক্রান্তীয় রাশি|ক্রান্তীয় রাশিতে]] সূর্যের অবস্থানের ভিত্তিতে। এই মাসগণনা পদ্ধতির ধারণাটি [[হিন্দু বর্ষপঞ্জী|হিন্দু সৌর বর্ষপঞ্জী]] থেকে গ্রহণ করা হয়। এটি খ্রিস্টীয় অষ্টম শতক পর্যন্ত প্রচলিত ছিল। ৩৫৪ দিন বিশিষ্ট [[ইসলামি বর্ষপঞ্জী]] সম্পূর্ণ চান্দ্র হওয়ার কারণে তা কোন ঋতুকে চিহ্নিত করতে অক্ষম। সেই কারণে এই [[ইসলামি বর্ষপঞ্জী|বর্ষপঞ্জী]] আরবের অনুর্বর মরু অঞ্চলে ব্যবহারযোগ্য হলেও [[ইরান|পারস্যের]] মত উর্বর ও কৃষিভিত্তিক অঞ্চলে তা একেবারেই অব্যবহার্য হয়ে পড়ে। তাই [[ইরান|পারস্যের]] [[মুসলমান]] শাসকেরাও [[ইসলামি বর্ষপঞ্জী|ইসলামি বর্ষপঞ্জীর]] পরিবর্তে ইরানি সৌর পঞ্জিকা গ্রহণ করতে বাধ্য হন। [[১০৭৩]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দে]] সুলতান [[প্রথম জালাল আল-দিন মালিক শাহ্‌]] একটি ব্যবহারোপযোগী সৌর পঞ্জিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। [[১০৯২]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দে]] সুলতানের মৃত্যুর বহু আগেই সেই বর্ষপঞ্জী নির্মাণের কাজ সম্পূর্ণ হয়।<ref name = mactutor/>
 
==আধুনিক বর্ষপঞ্জীর বিশদ বিবরণ==