হিদেতোশি নাকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ+
৬৬ নং লাইন:
|nationalgoals4=১১}}
 
'''হিদেতোশি নাকাতা''' ([[জাপানি ভাষা|জাপানি ভাষায়ঃ]] 中田 英寿, জন্মঃ [[২২ জানুয়ারি]], [[১৯৭৭]]) জাপানের অবসরপ্রাপ্ত ফুটবল খেলোয়াড়। তার সময়কালে তিনি এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ছিলেন। ১৯৯৫ সালে তিনি পেশাদারী পর্যায়ে ফুটবল খেলা শুরু করেন। পরপর দু'বার এশিয়ান ফুটবল সংস্থা তাঁকে এশিয়ার সেরা খেলোয়াড় নির্বাচিত করে। জাপান জাতীয় ফুটবল দলের পক্ষ হয়ে তিনবার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন। ২০০৫ সালে তিনি ইতালির অন্যতম সর্বোচ্চ সম্মাননা [[নাইট]] পদবী হিসেবে [[অর্ডার অব দ্য স্টার অব ইটালিয়ান]] লাভ করেন।<ref name="nakata_knight">{{cite news|title=Arise, Sir Nak!|url=http://archive.thisislancashire.co.uk/2005/10/14/872606.html|publisher=This Is Lancashire|date=October 14, 2005|accessdate=July 3, 2006}}</ref> এছাড়াও, নাকাতা [[ফ্যাশন]] জগতের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি নিয়মিতভাবে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাপড় পরিধান করে [[ফ্যাশন শো|ফ্যাশন শোতে]] অংশ নিয়ে থাকেন।
 
২৯ বছর বয়সে ৩ জুলাই, ২০০৬ সালে নাকাতা আনুষ্ঠানিকভাবে তাঁর [[অবসর|অবসরের]] কথা ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি দশ বছরের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি টানেন। তন্মধ্যে, ইতালির [[সিরি এ]] এবং ইংলিশ [[প্রিমিয়ার লীগ|প্রিমিয়ার লীগে]] সাত বছর খেলেন। মার্চ, ২০০৪ সালে [[পেলে]] বর্তমানে জীবিত বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকা [[ফিফা ১০০|ফিফা ১০০-তে]] নাকাতা'র নাম ঘোষণা করেন।
 
==তথ্যসূত্র==