উইন্ডসর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Raiyan (আলোচনা | অবদান)
Raiyan (আলোচনা | অবদান)
৭৭ নং লাইন:
উইন্ডসরের অনেক সড়কের নাম [[ফরাসি ভাষা|ফরাসি ভাষায়]], যা তার ফরাসি ঐতিহ্যের পরিচয় বহন করে। উলেট, পেলিসিয়ে, ফ্রাঁসোয়া, পিয়ের, ল্যাংলয়, মারিনেতেত এবং লজঁ এরকম কয়েকটি নাম। এই নগরীর সড়ক ব্যবস্থাতেও সরু লম্বা ও নদীর দিকে মুখ করে বসান [[কানাডিয়েন]] খামারগুলোর কৃষি পদ্ধতির ছাপ দেখা যায়। বর্তমানে উত্তর-দক্ষিনে বিস্তৃত রাস্তাগুলোর নাম অনেক ক্ষেত্রেই বহু বছর আগে সেই খামারের চাষী পরিবারের নাম জানান দেয়। নগর উপকণ্ঠের সড়ক ব্যবস্থায় আবার বৃটিশ জমি বন্টন ব্যবস্থার ছাপ লক্ষ করা যায়। আজও উইন্ডসরে ও তার আশেপাশের লেকশোর, টেকামসি এবং লাসাল অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক ফরাসি ভাষী বসবাস করেন।
 
১৯৭৪১৭৯৪ এর মার্কিন আন্দোলনের পর [[স্যান্ডউইচের|স্যান্ডউইচের]] বসতীটির পত্তন হয়। পরবর্তীতে তার নামকরণ করা হয় উইন্ডসর, ইংল্যান্ডের বার্কশায়ারের একটি শহরের নামানুসারে। উইণ্ডসরের স্যান্ডউইচ পাড়ায় আজও নগরের সবচেয়ে পুরাতন ভবন গুলো দেখা যায়। ম্যাকেঞ্জি হল, যা ১৮৫৫ সালে এসেক্স কাউন্টি হল হিসেবে প্রথম নির্মিত, এর মধ্যে অন্যতম। বর্তমানে কমিউনিটি সেন্টার হিসেবে ভবনটি ব্যবহৃত হচ্ছে। তবে নগরের সবচেয়ে পুরাতন ভবনটি হল ১৭৯২ সালে নির্মিত ডাফ-বেবি হাউস। বর্তমানে অন্টারিও হেরিটেজ ট্রাস্ট এর মালিকানা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত এবং সরকারী দপ্তর হিসেবে ভবনটি ব্যবহৃত হচ্ছে। এছাড়াও শরতলীতে আছে ১৮১২ সালে নির্মিত ফ্রাঁসোয়া-বেবি হাউস, যা এখন আঞ্চলিক ইতিহাসের সংরক্ষণাগার উইন্ডসর কমিউনিটি মিউজিয়াম।
 
আজ যেখানে উইন্ডসর অবস্থিত সেখানেই ১৮৩৭ সালে উইন্ডসরের যুদ্ধ সংঘটিত হয়। একই বছরে আবার আবার সংঘটিত হয় প্যাট্রিয়ট যুদ্ধও।
 
১৮৫৪ সালে একটি গ্রাম হিসেবে উইন্ডসরের পত্তন হয়, একই বছর কানাডার বাকি অংশের সাথে গ্রান্ড ট্রাঙ্ক রেলওয়ে/কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ের মাধ্যমে সংযুক্ত হয়। পরবর্তীতে ১৮৫৮ সালে শহর এবং ১৮৯২ সালে নগরীর মর্যাদা লাভ করে।
 
১৮৭১ সালের ১২ই অক্টোবরে এক অগ্নিকাণ্ডে নগরকেন্দ্রের সিংহভাগ, প্রায় ১০০টি ভবন ভষ্মীভূত হয়।<ref name = "Timeline">{{cite web
| title = The Timeline: Fire of 1871
| work = Settling Canada's South: How Windsor Was Made
| publisher = [[Windsor Public Library]] | year = 2002
| url = http://209.202.75.197/digi/chi/timeline.asp?Lang=english
| archiveurl = http://web.archive.org/web/20071026073802/http://209.202.75.197/digi/chi/drawpage.asp?RelationID=fire
| archivedate = 2007-10-08 | deadlink = yes | accessdate = 2008-03-14}}</ref>
 
১৯৬০ সালের ২৫শে অক্টোবর বিশাল গ্যাস বিস্ফোরণে উলেট এভিনিউয়ের মেট্রপলিটন স্টোর ধ্বংসপ্রাপ্ত হয়। দশজন নিহত এবং কমপক্ষে ১০০ লোক হন।<ref>{{cite web|url=http://www.windsorfire.com/ecom.asp?pg=history&specific=17 |title=History |publisher=Windsorfire.com |date= |accessdate=2012-01-02}}</ref> এই দূর্ঘটনার ৪৫ তম বর্ষপূর্তীতে উইন্ডসর স্টার ২০০৫ সালের ২৫শে অক্টোবর স্মারক প্রকাশ করে এবং হিস্ট্রি টেলিভিশনের ডিসাস্টার অব দ্য সেঞ্চুরিতে দেখান হয়।
 
== তথ্যসূত্র ==