উৎপত্তি
(সাধারণ সম্পাদনা) |
(উৎপত্তি) |
||
|date=2007-05-11}}</ref>
কাসপারভ আইবিএমের বিরুদ্ধে প্রতারণার দাবী উত্থাপন করেন এবং প্রতিযোগিতাটি পুণরায় অনুষ্ঠানের জন্য দাবী জানান। কিন্তু আইবিএম কর্তৃপক্ষ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে ডীপ ব্লুকেই বিজয়ী হিসেবে চিহ্নিত করেন।<ref>Hsu 2002, p.265</ref> উল্লেখ্য, কাসপারভ ১৯৯৬ সালে ডীপ ব্লু'র পুরনো সংস্করণকে পরাজিত করেছিলেন।
==উৎপত্তি==
[[কার্নেগী মেলন ইউনিভার্সিটি|কার্নেগী মেলন ইউনিভার্সিটির]] ফেং জিয়াং সু'র মাধ্যমে প্রজেক্টের কাজ শুরু হয় [[চিপটেস্ট]] হিসেবে। এটি তিনি [[ডীপ থট]] [[কম্পিউটার]] [[দাবাড়ু|দাবাড়ুর]] উত্তরসূরী হিসেবে ডীপ ব্লু'তে ব্যবহার করেন। তাদের [[স্নাতক]] ডিগ্রী সমাপণের পর কার্নেগী মেলন কর্তৃপক্ষ সু, থমাস অনন্থারমন এবং মুরে ক্যাম্পবেলকে ডীপ থট দল থেকে এনে আইবিএম গবেষণাগারে ধারাবাহিকভাবে একটি [[দাবা]] যন্ত্র তৈরী করেন।
==তথ্যসূত্র==
|