হামিদ আলী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
কবি হামিদ আলী-কে হামিদ আলী-এ সরিয়ে নেওয়া হয়েছে
Hasive (আলোচনা | অবদান)
ছোট সম্পাদনা
৫ নং লাইন:
|caption=
|dead=
|birth_name= হামিদ আলী
|birth_date= [[১৮৭৪]]
|birth_place=
২৩ নং লাইন:
| notableworks =
}}
'''কবি হামিদ আলী''' [[১৮৭৪]] সালে [[চট্টগ্রাম]] জেলার [[রাউজান থানার সুলতানপুর গ্রামে (দায়ার ঘাটার দক্ষিণপার্শ্বে কাজী পাড়া) জন্মগ্রহন করেন।তার পুরো নাম মুহাম্মদ হামিদ আলী। পিতার নাম উজির আলী কবি লিখিত বংশ তালিকায় উর্ধতন পুরুষ শেখ কুতুবউদ্দিন গৌরী এবং দশম বংশধর কবির পুত্রদের নাম উল্লেখ করা হয়েছে।এতে কোন সন তারিখ লেখা নাই। আর বংশ তালিকার নিচে লেখা আছে "দিজ দৌর ইজ নট দি গৌড় নিয়ার পান্ডুয়া বাট ইজ দি গৌড় নিয়ার গজনী।"সম্ভবতঃ তাঁদের উর্ধতন পুরুষ গজনীর নিকট গৌড় থেকে কোনো এক সময় চট্টগ্রামে আসেন।তাঁদের বংশের খেতাব গৌড়ী বা শেখ।চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।তাঁর বড় ভাই আমীর আলী একজন বিশিষ্ট আলেম ছিলেন।মেজ ভাই মকবুল আলী এন্ট্রাস পাস করে জজকোটে চাকরী করতেন।কবি হামিদ আলী পাঠশালায় প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং কলকাতা আলীয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সহিত এফ এম পাস করেন। তিনি চট্টগ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম মাওলানা আব্দুল আলীর কন্যা আমেনা খাতুনকে বিবাহ করেন।পেশাগত জীবনে তিনে শিক্ষকতাকেই গ্রহন করেন এবং আজীবন শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন।নোয়াখালী জেলা স্কুল।কুমিল্লা জেলা স্কুল,ঢাকা কলেজিয়েট স্কুলে সহকারী শিক্ষক ছিলেন।ইংরেজি,আরবী,ফারসি ভাষায় তিনি সুপন্ডিত ছিলেন।
 
তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ভ্রাতৃবিলাপ' ১৯০৩ সালে প্রকাশাতি হয়।ব্যক্তিগত শোকাচ্ছ্বাস থেকে তাঁর কাব্যিক প্রয়াস উৎসারিত হয়।দুর্ঘটনা জনিত কারণে ভাইয়ের অকাল মৃত্যুতে তিনি যে আঘাত পান সেই আর্তির বহিঃপ্রকাশ ঘটেছে কাব্যটিতে।