১৩,৪৫৫টি
সম্পাদনা
(ref) |
(শার্লেমাইন) |
||
'''পুণ্য রোমান সম্রাজ্য''' (ইংরেজি: Holy Roman Empire, জার্মান: Heiliges Römisches Reich) মধ্য ইউরোপে [[৯৬২]] থেকে [[১৮০৬]] সাল পর্যন্ত অস্তিত্বশীল ছিল। এর শাসনকর্তা ছিলেন ''পুণ্য রোমান সম্রাট'' বা হলি রোমান সম্রাট। [[মধ্যযুগ]] এবং আদি-আধুনিক যুগে সম্রাজ্যের রূপ বেশ পরিবর্তিত হয়, সম্রাটদের ক্ষমতা কমতে থাকে এবং বাড়তে থাকে রাজপুত্র বা প্রিন্সদের ক্ষমতা। শেষ শতকে এসে একে কেবল কিছু সার্বভৌম অঞ্চলের জোট ছাড়া আর কিছু বলা যেতো না।
সম্রাজ্যটির কেন্দ্র ছিল জার্মানিতে, যাকে তখন জার্মান সম্রাজ্য
৯৬২ সালে [[অটো ১]] জার্মানির সম্রাট ঘোষিত হন, অনেকের মতে তিনিই প্রথম পুণ্য রোমান সম্রাট যাকে জার্মান ভাষায় বলা হতো রোমিশ-ডয়চার কাইজার। অবশ্য রোমান সম্রাটের পদবী প্রথম আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছিল [[
শেষ পুণ্য রোমান সম্রাট ছিলেন ফ্রান্সিস ২, যিনি ১৮০৬ সালে [[নেপোলীয় যুদ্ধ|নেপোলীয় যুদ্ধের]] সময় সম্রাজ্যের বিলুপ্তি ঘোষণা করেন। এর আগে ১৫১২ সালে বর্তমান জার্মানির কোলোনে অনুষ্ঠিত একটি রাজকীয় ডায়েটে (অঞ্চলসমূহের প্রতিনিধিদের নিয়ে সভা) সম্রাজ্যের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ''জার্মান জাতিসমূহের পুণ্য রোমান সম্রাজ্য'' (জার্মান: Heiliges Römisches Reich Deutscher Nation)।<ref name="wilson">Peter Hamish Wilson, ''The '''Holy Roman Empire''', 1495–1806,'' MacMillan Press 1999, London, page 2; [http://www.london.diplo.de/Vertretung/london/en/06/German_20History/Holy__Roman__Empire/Background__seite.html The '''Holy Roman Empire''' of the German Nation] at the Embassy of the Federal Republic of Germany in London website</ref>
|