নৌকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ছবি সংযোজন
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:KeralaHouseBoat.JPG|300px|right|thumb|দক্ষিণ ভারতের নৌকা]]
 
'''নৌকা''' এক ধরনের ইঞ্জিনবিহীন জলযান। [[পৃথিবী|পৃথিবীর]] অনেক দেশে নৌকা ক্রীড়া ([[নৌকা বাইচ]]) এবং প্রমোদেরপ্রমোদ-ভ্রমণের জন্য ব্যবহৃত হলেও [[বাংলাদেশ|বাংলাদেশ-সহ]] সহবিশ্বের বেশ কিছুঅনেক দেশে নৌকা এখনও স্থানীয় [[যাতায়াত|যাতায়াতের]] অন্যতম মাধ্যম। এছাড়া পণ্য পরিবহনের জন্যও এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্ষাকালে এর প্রচুর ব্যবহার হয়।
নৌকার চালককে বলা হয় [[মাঝি]]।
 
== নৌকার অংশ ==
নৌকার অংশসমূহ হলো ঃহলোঃ-
খোল,
পাটা,
২০ নং লাইন:
লগি,
গুণ,
নৌকা প্রধানত কাঠ দিয়ে তৈরী। মাছ ধরার ডিঙ্গি নৌকা আকারে ছোট, আবার পণ্য পরিবহনের নৌকা আকারে বেশ বড়। ছই বা ছাউনী তৈরীতে [[বাঁশ]] ব্যবহার করা হয়। খোলকে জলনিরোধ করার জন্য [[আলকাতরা]] ব্যবহার করা হয়। লগি তৈরি হয় বাঁশ থেকে। পাল তৈরি হয় শক্ত কাপড় জোড়া দিয়ে।
 
== বাংলাদেশে ব্যবহৃত নৌকার নাম ==
২৯ নং লাইন:
* বজরাঃ যাত্রীবাহী বড় মাপের নৌকা যা দূরপাল্লার যাতায়াতে ধনাঢ্য ব্যক্তিরা ব্যবহার করতেন।
* ময়ূরপঙ্খী নাওঃ
* গয়নাঃ দৈরের্ঘ্যদৈর্ঘ্যে লম্বা সরু আকৃতির নৌকা।
* পানসিঃ
* কোষা
৪২ নং লাইন:
 
== ‍শ্যালো নৌকা ==
১৯৯০-এর দশক থেকে বাংলাদেশে নৌকায় মোটর লাগানো শুরু হয়। এর ফলে নৌকা একটি যান্ত্রিক নৌযানে পরিণত হয়। এ যান্ত্রিক নৌকাগুলো ‌‌‌'''শ্যালো নৌকা''' নামে পরিচিতি লাভ করে ; কেননা পানি সেচের জন্য ব্যবহৃত শ্যালো পাম্পের (Shallow Pump) মোটর (Motor)সংযুক্ত দিয়েকরে স্থানীয় প্রযুক্তি দিয়ে এসব নৌকা চালানোর ব্যবস্থা করা হয়।
 
{{অসম্পূর্ণ}}
'https://bn.wikipedia.org/wiki/নৌকা' থেকে আনীত