মোহিতলাল মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা
Suvray (আলোচনা | অবদান)
লেখার ধরণ
২৯ নং লাইন:
==সাহিত্য প্রতিভা==
[[মানসী]] পত্রিকাতে তাঁর সাহিত্যজীবনের সূত্রপাত হয়। [[বীরভূমি]] পত্রিকায় কবিতা প্রবন্ধ অনুবাদ প্রকাশ করেন। দেবেন্দ্রনাথ সেনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের ফলে তাঁর কাব্যচর্চায় দেবেন্দ্রনাথের প্রভাব দেখা যায়। এছাড়াও, [[করুণানিধান বন্দ্যোপাধ্যায়|করুণানিধান বন্দ্যোপাধ্যাযের়]] কবিতার ছন্দোমাধুর্য তাঁকে মুগ্ধ করেছিল। মোহিতলাল কিছুকাল ভারতী গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন। তিনি [[শনিচক্র|শনিচক্রের]] সঙ্গেও যুক্ত ছিলেন। [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্র]] পরবর্তী কাব্যে কবি মোহিতলালের স্থান খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য-সমালোচক হিসাবেও তাঁর সবিশেষ খ্যাতি ছিল। ভাষারীতির বিশুদ্ধতা নিয়ে তাঁর প্রবল আগ্রহ ও নিষ্ঠা ছিল।<ref>সাহিত্য-সম্পুট শ্রী [[প্রমথনাথ বিশী]] ও শ্রী বিজিতকুমার দত্ত সম্পাদিত [[বিশ্বভারতী]], [[কলকাতা]], দ্বিতীয় সংস্করণ, মার্চ, ১৯৬২</ref> কবি ও প্রবন্ধকাররূপে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন।
 
==লেখার ধরণ==
ভাবে ও ভাষায় প্রচলিত কাব্যরীতিতে মোহিতলাল ছিলেন বিদ্রোহীস্বরূপ। বাংলা সাহিত্যের ''দেহাত্মবাদী কবি'' হিসেবে তাঁর রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাঁর [[কাব্য|কাব্যে]] ক্লাসিক্যাল ভঙ্গি এবং রোমান্টিক ভাবের অপূর্ব সমন্বয় ঘটেছে।
 
==প্রকাশনা জগৎ==