বিনয় মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র
বিষয়শ্রেণী
৩২ নং লাইন:
'''বিনয় মজুমদার''' বা '''মংটু''' (১৭ই সেপ্টেম্বর, ১৯৩৪- ১১ই ডিসেম্বার, ২০০৬) একজন বিশিষ্ট [[ভারতীয় বাঙালি]] কবি ও ইঞ্জিনিয়ার।
== জীবনী ==
কবি বিনয় মজুমদার [[মায়ানমার|মায়ানমারের]] [[মিকটিলা জেলা|মিকটিলা জেলার]] তেডো নামক শহরের নমঃশূদ্র পরিবারে জন্মগ্রহণ করন। তার বাবার নাম বিপিনবিহারী মজুমদার, মায়ের নাম বিনোদিনী। তারা ছিলেন ছয় ভাই-বোন এবং তিনি ছিলেন সবার ছোট। তার ডাক নাম মংটু। "ফিরে এসো চাকা" ছিল তার অতি জনপ্রিয় কাব্যগ্রন্থ।
 
== শিহ্মা জীবন ==
১৯৪২ সালে তাকে [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি স্কুলে ভর্তি করা হয়। ১৯৪৪ সালে তিনি প্রথম বিভাগে ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করেন। ১৯৪৬ সালে তাকে [[বৌলতলী উচ্চবিদ্যালয়|বৌলতলী উচ্চবিদ্যালয়ে]] সপ্তম শ্রেণীতে ভর্তি করা হয়। ১৯৪৮ সালে দেশভাগের সময় তারা সপরিবারে [[ভারত|ভারতের]] [[কলকাতা|কলকাতায়]] চলে আসেন। এখানে, ১৯৪৯ সালের জানুয়ারি মাসে তাকে [[কক্রিক রো-র]]তে অবস্থিত [[মেট্রপলিটন ইনস্টিটিউট]] ([[বউবাজার]] ব্রাঞ্চ)-এ নবম শ্রেণিতে ভর্তি করা হয়। প্রথম বিভাগে উত্তীর্ণ হবার পরে, ১৯৫১ সালে আইএসসি (গণিত) পড়ার জন্য [[প্রেসিডেন্সি কলেজ|প্রেসিডেন্সি কলেজে]] ভর্তি হন। ১৯৫৭ সালে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাশ করেন। শোনা যায়, তার পাওয়া নম্বর আজও কেউ নাকি ভাঙতে পারেননি। ১৯৫৮ সালের জানুয়ারি মাসে, অর্থাৎ ছাত্রজীবন সমাপ্ত হবার কয়েকমাস পরেই এনবিএ থেকে প্রকাশিত হয় "অতীতের পৃথিবী" নামক একটি অনুবাদ গ্রন্থ। এই বছরেই গ্রন্থজগৎ থেকে বের হয় তাঁর প্রথম কাব্য গ্রন্থ 'নক্ষত্রের আলোয়'।
 
== কবি জীবন ==
তিনি মোট বিশটি কাছাকাছি কাব্যগ্রন্থ লিখেছেন। যার মধ্যে "ফিরে এসো চাকা" তাঁকে সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছে।<ref name="কবি"/>
 
== মৃত্যু ==
৪১ ⟶ ৪৪ নং লাইন:
 
== পুরস্কার ==
তার মৃত্যুর কয়েক বছর আগে তাঁকে দুটি বড় পুরস্কার দেওয়া হয়, [[রবীন্দ্র পুরস্কার]] এবং একাডেমি পুরস্কার।<ref name="কবি">[http://clickforboi.in/authorinfo/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%20%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0/ clickforboi.in]</ref>
 
==তথ্যসূত্র==