নীহাররঞ্জন গুপ্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
fix
Jayantanth (আলোচনা | অবদান)
৩০ নং লাইন:
{{মূল|রবীন্দ্রনাথ ঠাকুর|আগাথা ক্রিস্টি}}
 
শৈশবকাল থেকেই তিনি সর্বদাই স্বপ্ন দেখতেন লেখক হবার। একসময় তিনি [[শান্তিনিকেতন|শান্তিনিকেতনে]] গিয়ে [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] আশীর্বাদ গ্রহণসহ তাঁর স্বাক্ষর বা [[অটোগ্রাফ]] সংগ্রহ করেন।<ref name="abp"/> আঠারো বছর বয়সে নীহাররঞ্জন তাঁর প্রথম [[উপন্যাস]] [[রাজকুমার (উপন্যাস)|রাজকুমার]] রচনা করেন। [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] অবস্থানকালীন সময়ে তিনি গোয়েন্দা গল্প রচনায় আগ্রহান্বিত হয়ে স্বীয় লেখার উত্তোরন ঘটান এবং [[আগাথা ক্রিস্টি|আগাথা ক্রিস্টির]] সাথে সাক্ষাৎ করেন।<ref name="abp"/> ভারতে ফিরে এসে তিনি তাঁর ১ম [[গোয়েন্দা উপন্যাস]] ''কালো ভ্রমর'' রচনা করেন। এতে তিনি [[গোয়েন্দা]] চরিত্র হিসেবে [[কিরীটি রায়|কিরীটি রায়কে]] সংযোজন করেন যা বাংলা [[কিশোর সাহিত্য|কিশোর সাহিত্যে]] এক অনবদ্য সৃষ্টি। তিনি [[বাংলা সাহিত্যে ডিটেকটিভ|বাংলা সাহিত্যে রহস্য কাহিনী]] রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন। {{CN}}
 
উপমহাদেশীয় প্রেক্ষাপট ও উপযোগী করে রচিত হয়েছে তাঁর রহস্য উপন্যাসগুলো। এ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটি উপন্যাসকে [[বাংলা ভাষা|বাংলা]] ও [[হিন্দি ভাষা|হিন্দি ভাষায়]] চলচ্চিত্রায়ণ করা হয়েছে যথাক্রমে [[টালিউড]] ও [[বলিউড]] চলচ্চিত্রাঙ্গনে।<ref name="tds">{{cite news |title=Nihar Ranjan Gupta’s birth anniversary observed |url=http://www.thedailystar.net/story.php?nid=91614 |newspaper=The Daily Star |date=June 8, 2009 |accessdate=September 10, 2011}}</ref> এছাড়াও তিনি শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা [[সবুজ সাহিত্য (সাময়িকী)|সবুজ সাহিত্যের]] সম্পাদকের দায়িত্ব পালন করেন।<ref name="sbc"/><ref name="abp"/>