উইকিপিডিয়া:ভালো নিবন্ধের মানদণ্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
+
সংশোধন + কিছু নিয়ম যোগ (পর্যালোচনার অনুরোধ)
১ নং লাইন:
{{shortcut|WP:WIAGA|WP:GA?|WP:GACR|WP:GANO?}}
'''ভাল নিবন্ধ''' হলো একটি স্বয়ংসম্পূর্ণ এবং সুলিখিত নিবন্ধ। এতে নিবন্ধের বিষয়বস্তুর সকল প্রধান আঙ্গিকের ওপর আলোকপাত থাকে। অর্থাৎ তথ্য, উপাত্ত, উদাহরণ, স্কেচ বা ছবি ইত্যাদি দিয়ে সমৃদ্ধ একটি নিবন্ধ। এটি যে দীর্ঘ হতে হবে তা নয়, কিন্তু পাঠক যেন একটি সামগ্রিক ধারণা লাভে সক্ষম হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত পরিসরেও একটি ভাল নিবন্ধ রচনা করা সম্ভব। তুলনার হিসাবে [[উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ|নির্বাচিত নিবন্ধের]] অবস্থান কয়েক ধাপ ওপরে। উইকিপিডিয়ার সকল [[উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ|নির্বাচিত নিবন্ধই]] [[উইকিপিডিয়া:ভাল নিবন্ধ]] বটে, কিন্তু তাই বলে সব সকল "ভাল নিবন্ধই" "নির্বাচিত নিবন্ধের" সমকক্ষ নয়। পক্ষান্তরে, এ সব নিবন্ধের মান সাধারণের তুলনায় ভাল কিন্তু [[উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ|নির্বাচিত নিবন্ধ]] হওয়ার জন্য [[উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ|মনোনীত নির্বাচিত নিবন্ধের]] মত নয়। ভাল নিবন্ধ বলা যাবে তখনই যা সাধারণভাবে ভাল বলে মনে হয়, কিন্তু নির্বাচিত নিবন্ধ বা সেরা নিবন্ধ হওয়ার কোনকোনো কোনকোনো গুণাবলীর অভাব রয়েছে।
 
==ভাল নিবন্ধ কী?==
; গুণাবলীর তালিকা
 
১) '''সুলিখিত''' হতে হবেঃহবে:
:ক) মানে নিবন্ধের ভাষা মার্জিত, বাক্য শুদ্ধ এবং বানান সঠিক হতে হবে।
:খ) নিবন্ধটি [[Wikipedia:Manual of Style|উইকিপিডিয়ার প্রচলিত লিখন রীতিরলিখনরীতির]] সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে; যথাযথ [[Wikipedia:Manual of Style| ভূমিকাসহ]] নিবন্ধটি [[Wikipedia:Manual of Style| অনুচ্ছেদ আকারে]] লিখিত হতে হবে।
 
২) '''‌‌‌হালনাগাদ''',‌‌‌ '''সঠিক''' এবং '''যাচাইযোগ্য''' হতে হবেঃহবে:
:ক) সকল তথ্য সঠিক হতে হবে ; তথ্য যাচাই করার জন্য পর্যাপ্ত তথসূত্রতথ্যসূত্র থাকতে হবে।
:খ) সকল তথ্য হালনাগাদ হবে। পুরাতন তথ্য বা উপাত্ত থাকবে না। (ইতিহাসের তথ্যেও সাম্প্রতিক গবেষণা প্রাধান্য পাবে)
:গ) অবদানকারীর নিজস্ব মৌলিক গবেষণাজাত তথ্য থাকতে পারবে না।
 
৩) নিবন্ধের '''গভীরতা''' বা '''ব্যপ্তি''' থাকতে হবেঃহবে:
:ক) নিবন্ধের মূল বিষয়গুলো সম্পর্কে অবশ্যই তথ্য ও উপাত্ত থাকতে হবে।
:খ) আবশ্যিক সকল তথ্য ও উপাত্ত থাকতে হবে।
:গ) অথযা বিস্তারিত লেখা বর্জন করতে হবে।
 
৪) '''নিরপেক্ষ''' অর্থ হল, নিবন্ধে অবশ্যই সকল পক্ষের মতামত প্রকাশ পেতে হবে। কোন নিবন্ধ পক্ষপাতদুষ্ট হলে তাকে ''ভালো নিবন্ধ'' বলা চলবে না।
 
৫) '''স্থিতিশীল''' হতে হবে, মানে নিবন্ধে সম্পাদনা যুদ্ধ চলতে পারবে না, প্রতিদিনই পরিবর্তন হচ্ছে এমন হতে পারবে না।
২৫ নং লাইন:
৬) '''ছবি''' - নিবন্ধের যথাযথ স্থানে বর্ণনাসহ ছবি বা স্কেচ থাকা বাঞ্ছনীয়। ছবি অবশ্যই উপযুক্ত লাইসেন্সযুক্ত হতে হবে এবং ছবির বর্ণনা এবং উপযুক্ত লাইসেন্স ট্যাগ যুক্ত থাকতে হবে।
 
==কোনগুলি ভালো ভাল নিবন্ধ নয়==
উপর্যুক্ত শর্তসমূহ পূরণ করেনা এমন নিবন্ধই ভালো নিবন্ধ হবার যোগ্যতা হারাবে। বিশেষভাবে:
* নিবন্ধ পক্ষপাতদুষ্ট হলে তাকে ''ভালো নিবন্ধ'' বলা চলবে না।
* নিবন্ধে ভুল তথ্য থাকে, কিংবা অযাচাইযোগ্য তথ্য থাকে।
 
[[Categoryবিষয়শ্রেণী:উইকিপ্রকল্প ভাল নিবন্ধ]]
 
[[Category:উইকিপ্রকল্প ভাল নিবন্ধ]]
 
[[en:Wikipedia:Good article criteria]]