আমার বন্ধু রাশেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কিছু সম্পাদনা
সাধারণ সম্পাদনা + সংগঠন
১২ নং লাইন:
| editing = রতন পাল
| distributor = মমন চলচ্চিত্র</br>ইমপ্রেস টেলিফিল্ম
| released = ১ এপ্রিল [[মার্চ]], [[২০১১]]
| runtime = ১০০ মিনিট
| country = {{BAN}}
৩২ নং লাইন:
 
== নির্মাণ ইতিহাস ==
 
প্রায় বছর পনেরো আগে 'আমার বন্ধু রাশেদ' পড়ে মুগ্ধ হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। তখন থেকেই উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র তৈরির কথা ভাবছিলেন তিনি। উপন্যাসটি পড়ে এতটা আবেগপ্রবণ হওয়ার মূল কারণ, উপন্যাসের গল্পটি অনেকটাই মিলে যায় তাঁর নিজের জীবনের সঙ্গে। এই উপন্যাসের নায়ক রাশেদ মাত্র এইটে পড়ার সময় ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় মোরশেদুল ইসলামও ক্লাস এইটে পড়ছিলেন। ফলে উপন্যাসটি পড়ার সময় নায়কের সঙ্গে নিজের শৈশবকেও কিছুটা মিলিয়ে দেখেন তিনি। রাশেদের সঙ্গে নিজেকে একাকার করে তিনি নিজেও অনুভব করেন যুদ্ধের উত্তেজনা। মনে মনে তিনি সিদ্ধান্ত নেন, এই উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপ দেবেন। এরপর পেরিয়ে গেল এক যুগেরও বেশি সময়।
এই গল্পটি পর্দায় ফুটিয়ে তোলা ছিল বেশ জটিল একটি কাজ। এই কঠিন কাজটির জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করতে নির্মাতার সময় লেগেছে বেশ। এতে রয়েছে যুদ্ধের কিছু দৃশ্য। বড় একটি চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি লিখে ফেলেন খসড়া পাণ্ডুলিপি। ২০০৮ সালে বরকতুল্লাহ মারুফকে সঙ্গে নিয়ে চূড়ান্ত করেন চিত্রনাট্য। সে বছরই সরকারি অনুদানের জন্য পাণ্ডুলিপি জমা দেন। ২০০৯ সালে ছবিটি সরকারি অনুদান লাভ করে। অনুদান পেলেও ছবিটি তৈরি হতে সময় লেগে যায় প্রায় বছর দুয়েক। নির্মাণে বিলম্ব হওয়ার নেপথ্যে আর্থিক সমস্যাই দায়ী।
৪৫ ⟶ ৪৪ নং লাইন:
* পারভেজ মুরাদ -শফিক ভাই
* পীযুষ বন্দ্যোপাধ্যায় -ইবুর বাবা
* ইনামুল হক - স্কুল শিক্ষক
* কেরামত মওলা -
* ওয়াহিদা মল্লিক জলি -ইবুর মা
৫৬ ⟶ ৫৫ নং লাইন:
 
== সংগীত ==
'''আমার বন্ধু রাশেদ''' ছবির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র সংগীত পরিচালক [[ইমন সাহা]]।
 
=== সাউন্ড ট্র্যাক ===
== আরও দেখুন ==
* [[মুহম্মদ জাফর ইকবাল]]
* [http://www.prothom-alo.com/detail/date/2011-04-03/news/143824 ছবিটি দেখে আমারই চোখ ভিজে যায়]
* [[মোরশেদুল ইসলাম]]
* [http://www.prothom-alo.com/detail/date/2011-06-09/news/160799 ভালো লাগা ছবি]
* [http://glitz.bdnews24.com/details.php?catry=15&showns=634 'আমার বন্ধু রাশেদ']
 
== তথ্যসূত্র ==
৬৭ ⟶ ৬৫ নং লাইন:
 
{{DEFAULTSORT: আমার বন্ধু রাশেদ }}
 
== বহিঃসংযোগ ==
* [http://www.amarbondhurashed.com অফিসিয়াল ওয়েবসাইট]
* {{imdb title|id=1918969|title=আমার বন্ধু রাশেদ}} - এ
* [http://www.prothom-alo.com/detail/date/2011-04-03/news/143824 ছবিটি দেখে আমারই চোখ ভিজে যায়]
* [http://www.prothom-alo.com/detail/date/2011-06-09/news/160799 ভালো লাগা ছবি]
* [http://glitz.bdnews24.com/details.php?catry=15&showns=634 'আমার বন্ধু রাশেদ']
 
[[বিষয়শ্রেণী:২০১১-এর চলচ্চিত্র]]