আবু জাফর ওবায়দুল্লাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasive (আলোচনা | অবদান)
সংযোজিত বিষয়শ্রেণী:একুশে পদক বিজয়ী; হটক্যাটের মাধ্যমে
Hasive (আলোচনা | অবদান)
৬ নং লাইন:
[[বরিশাল]]এর বাবুগঞ্জের বাহেরচরে জন্মগ্রহণ করেন। পিতা [[আব্দুল জব্বার খান]] পাকিস্তানের আইন পরিষদের [[স্পীকার]] ছিলেন। [[ময়মনসিংহ জেলা| ময়মনসিংহ]] জিলা স্কুল থেকে [[১৯৪৮]] সালে মাধ্যমিক, [[১৯৫০]] খ্রিস্টাব্দে [[ঢাকা কলেজ]] থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৫৪ খ্রিস্টাব্দে [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] ইংরেজি বিভাগ হতে এম.এ. পাস করেন।
== পেশা জীবন ==
[[১৯৫৪]] থেকে [[১৯৯৭]] সাল পর্যন্ত আবু জাফর ওবায়দুল্লাহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৫৪ সালে তিনি ইংরেজিতে মাস্টার্স করে [[ঢাকা বিশ্ববিদ্যালয় |ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। [[১৯৫৭]] সালে অধ্যাপনা পেশা ছেড়ে তিনি যোগ দেন [[পাকিস্তান]] সিভিল সার্ভিসে। [[১৯৮২]] সালে তিনি সচিব হিসেবে অবসর নেন এবং মন্ত্রীসভায় যোগ দেন। কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে দুই বছর দায়িত্ব পালন করে [[১৯৮৪]] সালে তিনি [[যুক্তরাষ্ট্র |যুক্তরাষ্ট্রের]] রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। পরবর্তীতে [[১৯৯২]] সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগ দেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থায়। [[১৯৯৭]] সালে তিনি একই সংস্থা থেকে পরিচালক হিসেবে অবসর নেন। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় ফিরে একটি বেসরকারী সংস্থার চেয়ারম্যান হিসেবেও বেশ কয়েকদিন দায়িত্ব পালন করেছেন।
এরপরে কিছুদিন [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করে বিভিন্ন উচ্চ পদে সমসীন হন।
 
== সাহিত্যে অবদান ==