আম্পায়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
৯ নং লাইন:
 
==ভূমিকা==
বোলিং প্রান্তে আম্পায়ারদ্বয়ের মধ্যে একজন দণ্ডায়মান থেকে তিনি [[বোলার|বোলারের]] হাতের কনুই বাঁকানো, [[নো-বল]], [[ওয়াইড বল]], আচার-আচরণ, আবেদন, ব্যাটসম্যানের কর্মকাণ্ড, [[ফিল্ডার|ফিল্ডারদের]] অবস্থানসহ বহুবিধ বিষয় পর্যবেক্ষণ করে থাকেন। অনেক সময় [[খেলোয়াড়|খেলোয়াড়দের]] [[টুপি]], [[পোষাক]], [[চশমা]] ইত্যাদি জিনিসপত্রাদিও সংরক্ষণ করেন। তিনি ওভারে বলের সংখ্যা গণনা করেন। [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] বোলারের নির্দিষ্ট [[ওভার]] লিখে রাখাও তাঁর দায়িত্বের অন্যতম অংশ।
<!--টস, ম্যাচ রেফারী/আম্পায়ার-->
 
বল মোকাবেলায় নিয়োজিত ব্যাটসম্যানের সমান্তরালে অর্থাৎ ''স্ট্রাইকারস্‌ এ্যান্ড আম্পায়ার'' হিসেবে অন্য আম্পায়ার [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানের]] আউট হওয়া সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণের জন্য সুবিধাজনক স্থানে অবস্থান নেন। এছাড়াও, তিনি [[মাঠ|মাঠে]] অবস্থানরত অন্যান্য বিষয় ও ঘটনাবলী নজর রাখেন। সচরাচর তিনি পপিং ক্রিজের কয়েক [[গজ]] দূরত্বে বিশেষতঃ লেগ সাইডে দণ্ডায়মান থাকেন। সেইসূত্রে তিনি ''স্কয়ার লেগ আম্পায়ার'' হিসেবে পরিচিত।
 
==রেকর্ড==