উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬১ নং লাইন:
* '''যতটা সম্ভব সংক্ষিপ্ত – তবে তাতে মূলভাব যেন বজায় থাকে''' । বাড়তি শব্দের ব্যবহার করে কোন বাক্যের মর্ম সবসময় সঠিকভাবে উপস্থাপন করা যাবে তা নয় । তাই অপ্রয়োজনীয় শব্দ মুছে ফেলুন । এলোমেলো উদাহরণ না দিয়ে সোজাসাপটা এবং সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে কোনকিছু আরো স্পষ্টভাবে বলা যায় । প্রয়োজনে পাদটীকা বা অন্যপাতায় সংযোগের মাধ্যমে বিষয়গুলো আরও পরিস্কার করা যেতে পারে ।
* '''মূলভাবের উপরে জোর দিন''' বাগাড়ম্বর বা বাগবিস্তার করে ভুল ধারনার প্রতি সমর্থন প্রতিষ্ঠিত করা যায় না। দ্ব্যর্থহীন ও সুনির্দিষ্ট ভাবে লিখুনঃ বহুশ্রূত বা মামুলী কথা কিংবা অনির্দিষ্টভাবে লেখা পরিহার করুন। মনগড়া কথা কিংবা অনুমিত ধারণা বা তত্ত্ব লিখবেন না। অপ্রয়োজনীয় শব্দ, বিশেষ করে বিশেষণ, বাদ দিন। যদি মূল বক্তব্য লেখা হয়ে থাকে, আর কিছু না লেখাই ভালো।
 
*'''লক্ষ্য বজায় রাখুন, বাহুল্য পরিহার করুন ।''' উদ্দেশ্য এবং লক্ষ্য অবশ্যই পরিস্কার ভাবে প্রথমেই বিবৃত করতে হবে, এদের একপাশে রাখলে হবে না । বিষবস্তুকে অবশ্যই এর নীতিমালার পরিধির মধ্যে থাকতে হবে ।<ref>Suppose that some of the content from a dispute resolution page was copied into [[Wikipedia:Consensus]] as a great example of consensus building. Though it may be a great example, it is not a general community standard – yet several clarifying edits later, it may seem as if it were being presented as such. Or perhaps an edit is made to [[Wikipedia:Notability]] to clarify how it should be applied within a notability guideline on music. Perhaps [[Wikipedia:Verifiability]] is 'summarized' and reworded (non-substantively, of course!) in a guideline, so that editors don't have to check the longer (official, carefully-worded, more-rigorously maintained) version. All of this is scope creep. Keep policies to themselves.</ref> নীতিমালাসমূহে অভ্যন্তরীন বাহুল্য বর্জন করতে হবে সে সাথে অন্য নীতিমালার সাথে যেন বাহুলতাপূর্ণ না হয় ।