পাকিস্তান গণপরিষদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
Constituent Assembly of Pakistan-কে পাকিস্তানের গণপরিষদ-এ সরিয়ে নেওয়া হয়েছে: বাংলা নাম
Nasirkhan (আলোচনা | অবদান)
অনুচ্ছেদ
১ নং লাইন:
পাকিস্তানের গণ পরিষদ তৈরী করা হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য। [[পাকিস্তান|পাকিস্তানে]] প্রথম [[সংসদীয় গণতন্ত্র|সংসদ]] প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা থেকেই এই প্রতিষ্ঠানটি তৈরী করা হয়। ১৪ আগস্ট, ১৯৪৭ সালে [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ শাসনের]] অবসানের পূর্বে ১১ আগস্ট ১৯৪৭ সালে প্রথম আহ্বান করা হয়। কাইদ-ই-আযম [[মোহাম্মদ আলী জিন্নাহ]] ছিলেন পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি। ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বরে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। [[লিয়াকত আলি খান]] পরবর্তীতে তিন বছর এই দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি তিনি একটি পূর্ণাঙ্গ সংবিধান তৈরী করতে ব্যার্থ হন। এই সময় পর্যন্ত সংসদ কেবলামাত্র ১০ লাইনের একটি "প্রস্তাব" তৈরী করেছিল। ১৯৫৪ সালের ২৪ অক্টোবর এটি প্রকাশ করা হয়। অপরদিকে ভারতের সংসদ এই বিষয়টিতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। মাত্র ২বছর ১১ মাস ৭দিনে তারা একটি পূর্ণাঙ্গ [[ভারতের সংবিধান|সংবিধান]] তৈরী করে। নতুন নির্বাচনের পর ১৯৫৫ সালের ২৮মে তারিখে সংবিধাব রচনার বিষয়টি পূনর্বিবেচনা করা হয়। নতুন নির্বাচিত সরকার ২৩ মার্চ ১৯৫৬ সাল পর্যন্ত স্থায়ী ছিল, কারণ এই সময়ই নতুন সংবিধান প্রকাশিত হয়। এখানে পাকিস্তানকে একটি [[প্রজাতন্ত্র|প্রজাতন্ত্রীক]] রাষ্ট্র হিসাবে ঘোষনা করা হয়।
 
 
== আরও দেখুন ==
== তথ্যসূত্র ==
== বহিঃসংযোগ==