মতিউর রহমান পানু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কিছু সম্পাদনা
২১ নং লাইন:
 
== সংক্ষিপ্ত জীবনী ==
''মতিউর রহমান পানু'' ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর-এ জন্ম গ্রহণ করেন। বেড়ে উঠা বগুড়াতেই, তিনি ১৯৬২ সালে ''বগুড়া সেন্ট্রাল হাই স্কুল'' থেকে এসএসসি পাশ করেন এবং কিছু দিন পর [[বগুড়া জেলা]] থেকে [[ঢাকা]] চলে আসেন। ১৯৬৪ সালে তিনি ''বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)''তে পা রাখেন। প্রথমে তিনি কয়েকজন গুনি চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন, এঁদের মধ্যে দারাশিকো, সৈয়দ আউয়াল ও আকবর কবির পিন্টু। তিনি প্রধানত পরিচালক বাবুল চৌধুরী'র সহকারী হিসেবেই বেশি কাজ করেছেন যেমন- ''আঁকাবাঁকা'', ''টাকা আনা পাই'', ''প্রতিশোধ''সহ বেশ কয়েকটি ছবির। ১৯৭৯ সালে তিনি ''হারানো মানিক'' নামের এই ছবি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
 
== পরিচালিত চলচ্চিত্রের তালিকা ==
* হারানো মানিক (১৯৭৯)