অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Adib Khaled (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ফিক্স
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
'''অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি''' (এসিএম বা ACM) হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার বিজ্ঞানের ছাত্র, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন। ১৯৪৭ সালে এই সংগঠনটি গঠিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর। প্রায় ৩৫টি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের মাধ্যমে এই সংগঠন কম্পিউটার বিঞ্জানেরবিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যয়নে নেতৃত্ব দিচ্ছে। এসিএম বছরে প্রায় ১২০টি কনফারেন্স আয়োজন করে থাকে।
 
'''অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি''' (এসিএম বা ACM) হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার বিজ্ঞানের ছাত্র, শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন। ১৯৪৭ সালে এই সংগঠনটি গঠিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর। প্রায় ৩৫টি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের মাধ্যমে এই সংগঠন কম্পিউটার বিঞ্জানের বিভিন্ন শাখার অধ্যয়নে নেতৃত্ব দিচ্ছে। এসিএম বছরে প্রায় ১২০টি কনফারেন্স আয়োজন করে থাকে।
 
==কার্যক্রম==
অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি [[এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা]] আয়োজন করে থাকে যা মস্তিষ্কের যুদ্ধ বা Battle of the Brains নামে পরিচিত।
 
== এসিএম প্রদত্ত পুরস্কার সমূহপুরস্কারসমূহ ==
* এ. এম. [[টুরিং পুরস্কার]]
* ইউজিন লওলার পুরস্কার