বাংলাদেশের সংসদ সদস্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা + উপ-নির্বাচনঃ নতুন অনুচ্ছেদ
২ নং লাইন:
'''বাংলাদেশের সংসদ সদস্য''' হলেন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান [[জাতীয় সংসদ|জাতীয় সংসদের]] একজন সদস্য। সাধারণতঃ তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচত হয়ে থাকেন। তবে নারীদের জন্য পরোক্ষভাবে সংসদ সদস্য মনোনীত হওয়ার রেওয়াজ প্রচলিত রয়েছে। সংসদ সদস্যকে কখন কখনো “সাংসদ” হিসাবে অভিহিত করা হয়ে থাকে। সংসদ সদস্য ইংরেজি মেম্বার অব পার্লামেন্ট' (এমপি) বা মেম্বার অব দ্য লেজিসলেটিভ এসেম্বলি’র (এমএলএ) বাংলা প্রতিশব্দ। ফরাসী ভাষায় সংসদ সদস্যকে 'ডেপুটি' নামে অভিহিত করা হয়। যে সকল দেশে দ্বি-কক্ষবিশষ্ট আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান রয়েছে, সেখানে সংসদ সদস্য বলতে নিম্নকক্ষের সদস্যকে বোঝানো হয়ে থাকে। তবে বাংলাদেশে এক কক্ষবিশিষ্ট সংসদীয় স্তর বিরাজমান।
 
==সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণের যোগত্যাযোগ্যতা==
[[বাংলাদেশের সংবিধান|বাংলাদেশের সংবিধানের]] ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যতা লাভের জন্য বাংলাদেশের নাগরিক হওয়াসহ বয়সসীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে ব্যক্তি যদি দ্বৈত নাগরিকত্ব লাভ করলেওকরেন, তাহলেও তিনি 'এমপি' বা [[সংসদ সদস্য]] হবার যোগ্যতা অর্জন করবেনকরতে পারবেন না।<ref name=cons>{{cite web|title=Bangladesh Constitution|url=http://www1.umn.edu/humanrts/research/bangladesh-constitution.pdf|publisher=Parliament of Bangladesh|accessdate=12 April 2011}}</ref> বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০ জন্য সংসদ সদস্য রয়েছেন যারা জনগণের সরাসরি ভোটেভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচত। নারী কোটায় মনোনীত নারী সংসদ সদস্যের সংখ্যা ৪৫। দলীয় মানদণ্ডে মহিলা সংসদ সদস্যের কোটা নির্ধারিত হয়। একজন ব্যক্তি একাধিক সংসদ্যসদস্য পদ অবলম্বনলাভ করতে পারবেন না। যদি তিনি একাধিক স্থান থেকে নির্বাচিত হলেহন, তাহলে একটি আসনের সদস্য হিসেবে তিনি থাকবেন। বাকী আসনগুলোয় পরবর্তীতে উপ-নির্বাচন রাখতেঅনুষ্ঠিত পারবেন।হবে।
 
===সংরক্ষিত আসন===
মহিলাদের জন্য বাংলাদেশের জাতীয় সংসদের ৪৫টি আসন সংরক্ষিত আছে। পূর্বে এই সংখ্যা ছিল ৩০। এইরূপ কোটায় নির্বাচিত নারী সংসদ সদস্যরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের তুলনায়সাথে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। দলীয় মানদণ্ডে মহিলা সংসদ সদস্যের কোটা নির্ধারিত হয়ে থাকে।
 
===নিদর্লীয় সংসদ সদস্য===
 
===উপ-নির্বাচন===
 
==সংসদে আসন বণ্টন ব্যবস্থা==