চট্টগ্রাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
VolkovBot (আলোচনা | অবদান)
r2.5.1) (বট যোগ করছে: kl:Chittagong
২১৬ নং লাইন:
১৮৪৪ সালে ভারতের বড়লাট [[ল্ড হার্ডিঞ্জ]] রাজকার্যে নিয়োগ পাওয়ার জন্য ইংরেজি জানা আবশ্যক ঘোষণা করলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ে। ১৮৫৬ ও ১৮৭১ সালে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে প্রতিষ্ঠিত হলেও সেগুলো ছিল স্বল্পস্থায়ী। ১৮৬০ খ্রীস্টাব্দে মিউনিসিপ্যাল হাই স্কুল প্রতিষ্ঠত হয়। ১৮৮৫ সালে [[শেখ‌-ই-চাটগাম কাজেম আলী]] চিটাগাং ইংলিশ স্কুল নামে একটি মধ্য ইংরেজি স্কুল (অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত) প্রতিষ্ঠা করেন। ১৮৮৮ সালে এটি হাই স্কুলে উন্নীত হয়।
 
চট্টগ্রাম শহরের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ [[চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]] (স্থাপিত ১৮৩৬),HAZI MOHAMMAD MOHSIN GOVT. HIGH SCHOOL(1874). [[মুসলিম হাই স্কুল]], ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, [[চট্টগ্রাম সরকারী ঊচ্চ বিদ্যালয়]], [[ডাঃ খাস্তগীর বালিকা বিদ্যালয়]], বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়, সেন্ট প্লাসিডস,সেন্ট স্কলাসটিকা,নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ,চট্টগ্রাম সরকারী বালিকা ঊচ্চ বিদ্যালয়,চট্রগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়, অপর্ণাচরন সিটি করপোরেশন স্কুল,আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মহসিন স্কুল(স্থাপিত ১৮৭৪), হাতে খড়ি উচ্চবিদ্যালয়,আগ্রাবাদ বালিকা বিদ্যালয় ইত্যাদি। উল্লেখযোগ্য কলেজের মধ্যে রয়েছে [[চট্টগ্রাম কলেজ]], [[মহসিন কলেজ]], সরকারী বাণিজ্য কলেজ, সিটি কলেজ এবং আগ্রাবাদ মহিলা কলেজ। চট্টগ্রাম অঞ্চলের প্রধান বিশ্ববিদ্যালয় [[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়]], যা শহরের ২২ কিলোমিটার উত্তরে ফতেহাবাদে অবস্থিত। [[চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়]] এ কারিগরি ও প্রকৌশলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রদান করা হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ,[[বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ]], [[বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)]], [[আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম]], [[ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ]] (আইইউবি),প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইত্যাদি। [[চট্টগ্রাম মেডিকেল কলেজ]] চিকিৎসা শিক্ষার প্রধান কেন্দ্র। এছাড়া শহরে বেসরকারী মেডিকেল কলেজ ইউএসটিসি,মা ও শিশু হাস্পাতাল মেডিকাল কলেজ, সাউদার্ন মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ডেন্টাল কলেজ রয়েছে।
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষঠান গুলোর মধ্যে আছে সানশাইন গ্রামার স্কু্ল,চিটাগাং গ্রামার স্কুল,বে ভিউ, লিটল জুয়েলস, সামাফিল্ডস স্কুল, রেডিয়্যান্ট স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, সাইডার ইন্টা্ন্যাশনাল স্কুল,মাস্টারমাইন্ড স্কুল,চাইল্ড হেভেন স্কুল,প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।শহরের একমাত্র আমেরিকান কারিকুলাম ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিসঠান উইলিয়াম কেরি একাডেমি।