যদুনাথ সরকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
উইকিফাই + সাধারণ সম্পাদনা + সংগঠন
১ নং লাইন:
কৃতবিদ্য ঐতিহাসিক যদুনাথ সরকারের জন্ম ১৮৭০ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর, বৃহত্তর রাজশাহী জেলার আত্রাই থানার কড়চমারিয়া গ্রামে৷ ১৮৯১ খ্রিস্টাব্দে তিনি ইতিহাস ও ইংরেজি সাহিত্য এই দুটি বিষয়ে অনার্স সহ বিএ পাশ করেন এবং ৯০% নম্বর নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করেন৷ এ সময় তিনি ‘প্রেমচাঁদ রায়চাঁদ’ স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বর্ণপদক সহ দশ হাজার টাকা বৃত্তি লাভ করেন৷ প্রেসিডেন্সি কলেজে তার প্রথম কর্মস্থল নির্ধারিত হয় এবং ১৯২৬ খ্রিস্টাবেদ্দ তিনি পাটনা কলেজ থেকে অবসর গ্রহণ করেন৷ যদুনাথ সরকার তাঁর প্রতিভার স্বীকৃতি হিসেবে বিরল সম্মাননা অর্জন করেছিলেন৷ ১৯২৯ খ্রিস্টাব্দে বৃটিশ সরকার তাঁকে নাইটহুড উপাধি এবং যথাক্রমে ১৯৩৬ এবং ১৯৪৪ খ্রিস্টাব্দে ঢাকা ও পাটনা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধী প্রদান করে৷ আচার্য যদুনাথ সরকার ৮৮ বৎসর বয়সে ১৯৫৮ খ্রিস্টাব্দের ১৯ মে তারিখে কলকাতায় পরলোক গমন করেন৷'''স্যার যদুনাথ সরকার''' ([[ডিসেম্বর ১০]], [[১৮৭০]] - [[মে ১৯]], [[১৯৫৮]]) স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ। তিনিই প্রথম মীর্জা নাথান রচিত [[বাহারিস্তান-ই-গায়বী‎]] এর পান্ডুলিপি [[ফ্রান্স|ফ্রান্সের]] [[প্যারিস|প্যারিসে]] অবস্থিত জাতীয় গ্রন্থাগারে খুজে পান, এবং এ বিষয়ে বিভিন্ন জার্নালে বাংলা এবং ইংরেজিতে প্রবন্ধ লিখে বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেন।
 
যদুনাথ সরকারের জন্ম ১৮৭০ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর, বৃহত্তর রাজশাহী জেলার আত্রাই থানার কড়চমারিয়া গ্রামে৷ ১৮৯১ খ্রিস্টাব্দে তিনি ইতিহাস ও ইংরেজি সাহিত্য এই দুটি বিষয়ে অনার্স সহ বিএ পাশ করেন এবং ৯০% নম্বর নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করেন৷ এসময় তিনি ‘প্রেমচাঁদ রায়চাঁদ’ স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বর্ণপদকসহ দশ হাজার টাকা বৃত্তি লাভ করেন৷ প্রেসিডেন্সি কলেজে তাঁর প্রথম কর্মস্থল নির্ধারিত হয় এবং ১৯২৬ খ্রিস্টাব্দে তিনি পাটনা কলেজ থেকে অবসর গ্রহণ করেন৷ যদুনাথ সরকার তাঁর প্রতিভার স্বীকৃতি হিসেবে বিরল সম্মাননা অর্জন করেছিলেন৷
 
আচার্য যদুনাথ সরকার ৮৮ বৎসর বয়সে ১৯৫৮ খ্রিস্টাব্দের ১৯ মে তারিখে কলকাতায় পরলোকগমন করেন৷
 
==পুরস্কার==
১৯২৯ খ্রিস্টাব্দে বৃটিশ সরকার তাঁকে নাইট উপাধি এবং যথাক্রমে ১৯৩৬ এবং ১৯৪৪ খ্রিস্টাব্দে ঢাকা ও পাটনা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধী প্রদান করে৷
*নাইট উপাধী, ১৯৩৮।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
{{অসম্পূর্ণ}}
 
[[Categoryবিষয়শ্রেণী:১৮৭০-এ জন্ম]]
[[Categoryবিষয়শ্রেণী:১৯৫৮-এ মৃত্যু]]
[[Categoryবিষয়শ্রেণী:বাঙালি ইতিহাসবিদ]]
 
[[en:Jadunath Sarkar]]