মোহিতলাল মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা
Suvray (আলোচনা | অবদান)
সাধারণ সম্পাদনা
১২ নং লাইন:
| nationality = [[চিত্র:Flag of India.svg|20px]] ভারতীয়
| period =
|influences = [[কাশীরাম দাস]], [[দেবেন্দ্রনাথ সেন]], [[করুণানিধান বন্দ্যোপাধ্যায়]], [[রবীন্দ্রনাথ ঠাকুর]]
| influenced =
| signature =
২৫ নং লাইন:
 
==কর্মজীবন==
বলাগড় বিদ্যালয় থেকে ১৯০৪ সালে এন্ট্রান্স পাস করেন। [[১৯০৮]] সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে বি.এ পাস করেন। কিন্তু অসুবিধায় পড়ে এম.এ পড়া ছেড়ে দেন। [[১৯১০ থেকে ১৯১৪ সাল পর্যন্ত কলকাতার তালতলা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর ১৯১৪]] সালে সরকারি চাকরিতেজরিপ বিভাগে কানুনগো পদে চাকরি গ্রহণ করেন। তিন বছর তিনি এ পদে অস্থায়ীভাবেদায়িত্ব কাজপালন করেন। দীর্ঘদিনপুণরায় বিদ্যালয়ে শিক্ষকতা করারকরেন পরতিনি। ১৯২৮-৪৪ সাল পর্যন্তসালে তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] বাংলা ভাষা ও সাহিত্যেরসংস্কৃত অধ্যাপকবিভাগে পদেঅধ্যাপনা নিযুক্তকর্মে ছিলেন।নিয়োজিত থাকেন। ১৯৪৪ সালে অধ্যাপনার চাকরি থেকে অবসর গ্রহণ করেন মোহিতলাল।<ref name="sb">সংসদবাংলা বাঙালিএকাডেমী চরিতাভিধান, সম্পাদনাঃ অঞ্জলিসেলিনা বসু,হোসেনন ১ম খণ্ডনূরুল ইসলাম, সংশোধিত চতুর্থ২য় সংস্করণ, সাহিত্যবাংলা সংসদএকাডেমী, ২০০২ঢাকা, কলকাতা২০০৩</ref> তারপর তিনি কলকাতায় চলে আসেন। পরে বঙ্গবাসী কলেজে গিরিশ সংস্কৃতি ভবনে অধ্যাপনায় যোগ দেন।<ref name="s">সংসদ বাঙালি চরিতাভিধান, সম্পাদনাঃ অঞ্জলি বসু, ১ম খণ্ড, সংশোধিত চতুর্থ সংস্করণ, সাহিত্য সংসদ, ২০০২, কলকাতা</ref>
 
==সাহিত্য প্রতিভা==
[[মানসী]] পত্রিকাতে তাঁর সাহিত্যজীবনের সূত্রপাত হয়। [[বীরভূমি]] পত্রিকায় কবিতা প্রবন্ধ অনুবাদ প্রকাশ করেন। দেবেন্দ্রনাথ সেনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের ফলে তাঁর কাব্যচর্চায় দেবেন্দ্রনাথের প্রভাব দেখা যায়। এছাড়াও, [[করুণানিধান বন্দ্যোপাধ্যায়|করুণানিধান বন্দ্যোপাধ্যাযের়]] কবিতার ছন্দোমাধুর্য তাঁকে মুগ্ধ করেছিল। মোহিতলাল কিছুকাল ভারতী গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন। তিনি [[শনিচক্র|শনিচক্রের]] সঙ্গেও যুক্ত ছিলেন। [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্র]] পরবর্তী কাব্যে কবি মোহিতলালের স্থান খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য-সমালোচক হিসাবেও তাঁর সবিশেষ খ্যাতি ছিল। ভাষারীতির বিশুদ্ধতা নিয়ে তাঁর প্রবল আগ্রহ ও নিষ্ঠা ছিল।<ref>সাহিত্য-সম্পুট শ্রী [[প্রমথনাথ বিশী]] ও শ্রী বিজিতকুমার দত্ত সম্পাদিত [[বিশ্বভারতী]], [[কলকাতা]], দ্বিতীয় সংস্করণ, মার্চ, ১৯৬২</ref> কবি ও প্রবন্ধকাররূপে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেন।