টুথব্রাশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
→‎আরও দেখুন: + দন্ত এনামেল
Suvray (আলোচনা | অবদান)
চিউই স্টিক বা দাঁতনঃ নতুন অনুচ্ছেদ
৬ নং লাইন:
সময়ের ব্যবধানে ও আধুনিক উন্নত [[প্রযুক্তি|প্রযুক্তির]] সাহায্যে টুথব্রাশ সাধারণতঃ কৃত্রিম তন্তু বা সিনথেটিক ফাইবার দিয়ে তৈরী করা হয়। [[প্রাচীন ইতিহাস|প্রাচীনকালে]] পশুর পশম দিয়ে টুথব্রাশ তৈরী করা হতো। এখনও পশম দিয়ে তৈরী টুথব্রাশের ব্যবহার বিশ্বের কিছু অংশে দেখা যায়।
 
[[নেপোলিয়ন বোনাপার্ট]] ঘোড়ার চুল দিয়ে তৈরী টুথব্রাশের সাহায্যে দাঁত পরিস্কার রাখতেন বলে জানা যায়। তবে আধুনিক সভ্য সমাজে টুথব্রাশ প্রচলনের অনেক পূর্ব থেকেই বহুবিধ উপায়ে মুখের স্বাস্থ্য রক্ষা তথা দাঁতের পরিচর্যা করা হতো। সমগ্র বিশ্বের বিভিন্ন গবেষকদের কাছে টুথব্রাশের পূর্ব-পুরুষ হিসেবে বিভিন্ন উপকরণের বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। তন্মধ্যে - লাঠি চিবানো, গাছের চিকন ডাল, পাখির পালক, পশুর হাড় এমনকি প্রাণীদেহের আত্মরক্ষামূলক ধারালো কাঁটা অন্যতম। তৎকালে এগুলোর সাহায্যে টুথব্রাশের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়েছিল।
 
==চিউই স্টিক বা দাঁতন==
সমগ্র বিশ্বের বিভিন্ন গবেষকদের কাছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। লাঠি চিবিয়ে, গাছের চিকন ডাল, পাখির পালক, পশুর হাড় এমনকি প্রাণীদেহের আত্মরক্ষামূলক ধারালো কাঁটা ইত্যাদির সাহায্যে টুথব্রাশের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়েছিল। মানব ইতিহাসের সর্বপ্রথম টুথব্রাশ ব্যবহারের সময় হিসেবে খ্রীষ্টপূর্ব প্রায় তিন হাজার সালকে নির্ধারণ করা হয়েছে। ঐ সময় গাছের চিকন ডালার সম্মুখ অংশকে চেছে দাঁত পরিস্কারের কাজে ব্যবহার করা হতো এবং এটি 'চিউই স্টিক' বা চিবানোর কাঠি নামে পরিচিত ছিল।
{{মূল|দাঁতন}}
সমগ্র বিশ্বের বিভিন্ন গবেষকদের কাছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। লাঠি চিবিয়ে, গাছের চিকন ডাল, পাখির পালক, পশুর হাড় এমনকি প্রাণীদেহের আত্মরক্ষামূলক ধারালো কাঁটা ইত্যাদির সাহায্যে টুথব্রাশের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়েছিল। মানব ইতিহাসের সর্বপ্রথম টুথব্রাশ ব্যবহারের সময় হিসেবে খ্রীষ্টপূর্ব প্রায় তিন হাজার সালকে নির্ধারণ করা হয়েছে। ঐ সময় গাছের চিকন ডালার সম্মুখ অংশকে চেছে দাঁত পরিস্কারের কাজে টুথব্রাশ হিসেবে ব্যবহার করা হতো এবং এটি 'চিউই স্টিক' বা চিবানোর কাঠি নামেবা পরিচিতদাঁতন নামে ছিল।পরিচিত।
 
সাধারণতঃ নিম গাছের ডাল বা শাখার ক্ষুদ্র অংশ কেটে নিয়ে এক পাশে সামান্য চিবিয়ে ছিবড়া বানিয়ে নিম-দাঁতন তৈরি করে তা দিয়ে দাঁত পরিষ্কার করা হয়। শহরাঞ্চলে টুথব্রাশের আগমন ও ব্যাপক প্রচলনের ফলে দাঁতনের ব্যবহার কমে গেলেও গ্রামাঞ্চলে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
 
==দাঁত পরিস্কার==