নকশী কাঁথার মাঠ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎তথ্যসূত্র: http://openlibrary.org/books/OL22056387M/Nakshi-kathar_math
+
১ নং লাইন:
'''নকশী কাঁথার মাঠ''', [[১৯২৯]] খ্রিস্টাব্দে প্রকাশিত [[বাংলা সাহিত্য|বাংলা সাহিত্যের]] এক অনবদ্য আখ্যানকাব্য, যা পল্লীকবি [[জসীমউদ্দীন|জসীমউদ্দীনের]] এক অমর সৃষ্টি। তাঁর এই কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায়ইংরেজিতে অনুদিত হয়। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসে ফুটে উঠেছে রূপাই নামক এক যুবকের কাহিনী। জসীমউদ্দীন এই রূপাই চরিত্রটি রূপায়ন করেছিলেন বাস্তবের একজন ব্যক্তিকে উপজীব্য করে, যিনি [[ফরিদপুর জেলা|ফরিদপুরের]] এক গ্রামে বাস করতেন। বাস্তবের রূপাইও কাব্যের রূপাইয়ের মতো বলবান বীর ছিলেন। কাব্যে, রূপাইয়ের বিপরীতে নারী চরিত্রের নাম ছিল সাজু।
 
==কাহিনী সংক্ষেপ==
২২ নং লাইন:
তারি ঢেউ লাগি এ-গাঁও ওগাঁও গহন ব্যথায় ঝুরে।<ref name="PASS">''[http://www.prothom-alo.com/detail/news/175598 কবিগানের আসরে পাওয়া জসীমউদ্‌দীন]'', সাইমন জাকারিয়া, সাহিত্য সাময়িকী, দৈনিক প্রথম আলো; ৫ আগস্ট ২০১১ খ্রিস্টাব্দ। পৃষ্ঠা ২৬। পরিদর্শনের তারিখ: ৯ নভেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref>
</poem>
 
==অনুবাদ==
১৯২৯ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশের পর এই কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুদিত হয় ''The Field of Embroidered Quilt'' নামে।<ref>''জসীমউদ্‌দীন'', বিমল গুহ; বাংলাপিডিয়া (সিডি সংস্করণ), ফেব্রুয়ারি ২০০৮; সংগ্রহের তারিখ: ৯ নভেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref>
 
==আরো দেখুন==