ফরাসি ভারত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+-
 
+
১ নং লাইন:
 
 
{{Infobox Former Country
 
৭৬ ⟶ ৭৪ নং লাইন:
 
'''ফরাসী ভারত''' হচ্ছে ভারতীয় উপমহাদেশে ফরাসীদের ঔপনিবেশিকতার দরুন দখল কৃত এলাকা। ভারতবর্ষের পন্ডুচেরী (বর্তমান পডুচেরী), কারিকল, যানানো (বর্তশান যানাম), মালাবার উপকূলের মাহে এবং বাংলাতে চন্দননগর এলাকা ফরাসী ভারত এলাকা নামে পরিচিতি ছিল।
 
==ইতিহাস==
১৬ শতকের শুরুতে ফরাসীরা ভারতবর্ষে আসার চেষ্টা করে। ১ম ফ্রাংকোর সময়ে দুটো বানিজ্যিক জাহাজ ভারতবর্ষে আসার চেষ্টা করে। ১৬০৪ সালে সম্রাট ৪র্থ হেনরী সর্বপ্রথম ফরাসী ইষ্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের অনুমতি দেয়।১৬১৫ সালের পর ফ্রান্স থেকে দুটা জাহাজ ভারতবর্ষে নোংগর করে। পরবর্তীতে একটি জাহাজ ফ্রান্সে পুনরায় গমন করে।
১৬৫৮ সালে পরিব্রাজক ও চিকিৎসক ফ্রাঙ্কোস বের্নিয়ার মুঘল সম্রাট আরঙ্গজেবের দরবারে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৬৪২ সালে কার্ডিনাল রিচেলিউর পৃষ্টপোষকতাতে ফরাসী ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বা ''লা কোম্পাজিন ফ্রস্যে দেস ইন্ডিস অরিএন্টালেস'' গঠিত হয়।
১৬৬৮ সালে সুরাটে ফরাসী কোম্পানির প্রথম জাহাজ অবতরন করে।
১৬৭২ সালে সেইন্ট টমাস চন্দননগর থেকে ডাচদের বিতাড়িত করেন।
১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে বাংলার নবাবকে ফরাসী সেনাপতি সিনফ্রে সহায়তা করেন। যুদ্ধে নবাবের পরাজয়ের দরুন বাংলাতে ফরাসীদের বাণিজ্য কুঠি ব্রিটিশরা দখল করে নেয়।