হরপ্রসাদ শাস্ত্রী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ফাল্গুনী (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ফাল্গুনী (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী''' (৬ ডিসেম্বর ১৮৫৩ – ১৭ নভেম্বর ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তাঁর আসল নাম ছিল '''হরপ্রসাদ ভট্টাচার্য'''। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা।
 
হরপ্রসাদ শাস্ত্রী ব্রিটিশ বাংলা প্রদেশের খুলনা জেলার কুমিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তাঁদের আদি নিবাস ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে। তাঁর পারিবারিক পদবী ছিল ভট্টাচার্য। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জনের পর হরপ্রসাদ কলকাতার সংস্কৃত কলেজ ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। কলকাতায় তিনি তাঁর বড়দা নন্দকুমার ন্যায়চঞ্চুর বন্ধু তথা বিশীষ্ট সমাজ সংস্কারক ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে থাকতেন।<ref name=banglapedia/><ref name = "Bose612">{{cite book| editor=Subodh Chandra Sengupta and Anjali Bose (eds.) | year=1998 | title=Sansad Bangali Charitabhidhan | volume=Vol. I | edition=4th | publisher=Sahitya Samsad | pages=612–613 | isbn=8185626650| author=edited by Subodhchandra Sengupta.}} {{Bn icon}}</ref> ১৮৭১ সালে হরপ্রসাদ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৭৩ সালে পাস করেন ফার্স্ট আর্টস পরীক্ষা। ১৮৭৬ সালে বি.এ. ডিগ্রি অর্জন করেন। ১৮৭৭ সালে সংস্কৃতে সাম্মানিক হন। পরে এম.এ. পরীক্ষায় পাস করে তিনি 'শাস্ত্রী' উপাধি লাভ করেন। উক্ত পরীক্ষায় হরপ্রসাদই ছিলেন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ একমাত্র ছাত্র। এরপর ১৯৭৮ সালে তিনি হেয়ার স্কুলে শিক্ষক রূপে যোগদান করেন।<ref name=banglapedia/><ref name = "Bose612"/>
 
তিনি কলকাতা সংস্কৃত কলেজের সাবেক অধ্যক্ষ। [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] বাংলা ও সংস্কৃত বিভাগের প্রথম রিডার ও প্রধান হিসেবে যোগ দেন। হরপ্রসাদ শাস্ত্রী [[১৯২৪]] সালের [[জুন ৩০|৩০ জুন]] অবসর গ্রহণ করেন।