জগজিৎ সিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
রবির আলো (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Suvray (আলোচনা | অবদান)
তথ্যসূত্রঃ নতুন অনুচ্ছেদ
২৩ নং লাইন:
| notable_instruments=
}}
'''জগজিৎ সিং''' ({{lang-ur|جگجیت سنگھ}}, {{lang-pa|ਜਗਜੀਤ ਸਿੰਘ}}, {{lang-hi|जगजीत सिंह}}); জন্মগত নাম '''জগমোহন সিং'''; (৮ ফেব্রুয়ারি, ১৯৪১–১০ অক্টোবর, ২০১১) ছিলেন একজন বিশিষ্ট [[ভারতীয়]] [[গজল]] গায়ক, সুরস্রষ্টা, সংগীত পরিচালক, সমাজকর্মী ও শিল্পোদ্যোগী। তিনি "গজল-সম্রাট" নামে পরিচিত। তাঁর স্ত্রী [[চিত্রা সিং]]ওসিংও একজন বিশিষ্ট ভারতীয় গজল গায়িকা।<ref>{{cite news|title=Indian singer Jagjit Singh dies|url=http://www.bbc.co.|ਜਗਜੀuk/news/world-south-asia-15236222|accessdate=10 October 2011|newspaper=BBC News|date=10 October 2011}}</ref> ১৯৭০ ও ১৯৮০-এর দশকে জগজিৎ এবং [[চিত্রা সিং]] ভারতীয় সংগীত জগতে প্রায় একই সঙ্গে খ্যাতনামা হয়ে ওঠেন।<ref>{{cite web|last=Harris|first=Craig|title=Jagjit and Chitra Singh: Biography|url=http://www.allmusic.com/artist/jagjit-chitra-singh-p197069/biography|publisher=Allmusic|accessdate=10 October 2011}}</ref> তাঁদের দুজনকে আধুনিক গজল সংগীতের পথপ্রদর্শক মনে করা হয়। ভারতের ফিল্মি গানের ধারার বাইরে থেকেও তাঁরা ছিলেন অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী। ''অর্থ'' (১৯৮২) ও ''সাথ সাথ'' ছবিতে ব্যবহৃত তাঁদের গাওয়া গজলের সংকলন এইচএমভি থেকে প্রকাশিত হয়; এটি ছিল তাঁদের সর্বাধিক বিক্রীত অ্যালবাম।<ref>{{cite web|title=Ghazal loses its voice|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-10-12/news-and-interviews/30270764_1_jagjit-singh-wife-chitra-amar-singh}}</ref> [[লতা মঙ্গেশকর|লতা মঙ্গেশকরের]] সঙ্গে তিনি প্রকাশ করেন ''সাজদা'' (১৯৯১) অ্যালবামটি। তিনি [[পাঞ্জাবি ভাষা|পাঞ্জাবি]], [[হিন্দি]], [[উর্দু]], [[বাংলা]], [[গুজরাটি ভাষা|গুজরাটি]], [[সিন্ধি ভাষা|সিন্ধি]] ও [[নেপালি ভাষা|নেপালি ভাষাতেও]] গান গেয়েছিলেন। ২০০৩ সালে সংগীত ও সংস্কৃতি জগতে অবদানের জন্য তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান [[পদ্মভূষণ]] দিয়ে সম্মানিত করা হয়।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
[[as:জগজিৎ সিং]]