মাইকেল লাউড্রপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

ডেনীয় ফুটবলার
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mehrab (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: '''মাইকেল লাউড্রপ'''(জন্ম ১৫ জুন ১৯৬৪) ডেনমার্কের সর্বকালের সের...
(কোনও পার্থক্য নেই)

০০:৫০, ১৮ অক্টোবর ২০১১ তারিখে সংশোধিত সংস্করণ

মাইকেল লাউড্রপ(জন্ম ১৫ জুন ১৯৬৪) ডেনমার্কের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তার সবচেয়ে বিখ্যাত অর্জনগুলির একটি হল স্পেনের এফসি বার্সেলোনা।বার্সেলোনা ক্লাবের হয়ে পরপর চারটি লা লীগা শিরোপো জয়। এরপর তিনি আলোচিত দলবদলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ক্লাবে যোগ দিয়েই পরপর পঞ্চমবার লা-লীগা শিরোপোর গর্বের অংশীদার হন।১৯৮২ সালে নিজের ১৮ তম জন্মদিনে ডেনমার্ক জাতীয় দলে তার অভিষেক। দেশের পক্ষে ১০৪ টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৭ টি । এর মাঝে শেষ ২৭ টি ম্যাচে দলের অধিনায়কত্বের ভূমিকায় ছিলেন। অধিনায়ক হিসেবে তার সেরা সাফল্য ১৯৯৫ কনফেডারেশন্স কাপ জয় ।১৯৯৮ সালে তিনি খেলোয়াড়ী জীবনের ইতি টানেন।