দিবালোক সংরক্ষণ সময়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ফিক্স
১ নং লাইন:
[[File:Daylight savings time world.png|thumb|300px]]
 
'''দিবালোক সংরক্ষণ সময়''' বা '''ডেইলাইট সেইভিং টাইম''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Daylight Saving Time), হলসংক্ষেপে ডিএসটি (DST) হলো ঘড়ি এগিয়ে দেওয়ার একটি রীতি যার ফলে সকালের চেয়ে দুপুরের ভাগে সূর্যালোক বেশিক্ষণ থাকে। জর্জ ভারনোন হাডসন নামে নিউজিল্যাণ্ডের একজন এনটোমোলজিস্ট এটি প্রথম প্রস্তাব করেন। তখন থেকে বিভিন্ন দেশে এটি ব্যবহৃত হয়ে আসছে। ২০০৯ সালের ২০ জুন থেকে [[বাংলাদেশ|বাংলাদেশে]] প্রথমবারের মত ডিএসটি ব্যবহৃত হবে।হয়।
 
এই পদ্ধতিটি বিতর্কিত। বিকালের দিকে আলো যোগ করলে কেনাকাটা, খেলাধুলা সহ অন্যন্য যে সকল কাজে আলো বেশি কাজে সেগুলো লাভবান হলেও কৃষিকাজ, সান্ধ্যকালীন প্রমোদসহ বেশ কিছু কাজের সমস্যা করে। তবে বিকালের দিকে বেশি সময় অালো থাকলে সড়ক দূর্ঘটনার হার কমে যায় ; তবে স্বাস্থ্য ও অপরাধমূলক কর্মকাণ্ডে এর প্রভাব অস্পষ্ট। ডিএসটি'র প্রাথমিক লক্ষ্য সান্ধ্যকালীন আলোর ব্যবহার হ্রাস।