ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+ আপাতত মোটামুটি পূর্ণতা
+
১ নং লাইন:
[[File:Plates tect2 en.svg|thumb|350px|right|১৯২০-এর দশকের দ্বিতীয় অর্ধাংশে টেকটনিক প্লেটের অবস্থান নির্ণীত হয়।]]
'''টেকটনিক প্লেট''' ([[ল্যাটিন]] পরবর্তি ''tectonicus'' থেকে, {{lang-el|''τεκτονικός''}} "গড়ার গুণসম্পন্ন")<ref name="Oxford">{{cite book |last1=Little |first1=W. |last2=Fowler |first2=H.W. |last3=Coulson |first3=J. |year=1990 |editor=Onions C.T. |title=The Shorter Oxford English Dictionary: on historical principles |edition=3 |volume=II |publisher=Clarendon Press |isbn=9780198611264 |ref=CITEREFLittleFowlerCoulson1990 }}</ref> হলো এমন তাত্ত্বিক ধারণা, যাতে বিশ্বাস করা হয় [[পৃথিবী|পৃথিবীর]] উপরিতল কিছু পাতলা, অনমনীয় প্লেটের সমন্বয়ে তৈরি, যারা একে অপরের দিকে চলাচল করতে সক্ষম। সর্বপ্রথম [[১৯১২]] খ্রিস্টাব্দে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগেনারের ''মহীসঞ্চারণ তত্ত্ব''<ref name="ArtsBDNews24">''টেকটোনিক চলন, ভূমিকম্প-প্রবণতা ও সূচকীয় বিধি'', ফারসীম মান্নান মোহাম্মদী, আর্টস.বিডিনিউজ২৪.কম, ১৭ মার্চ ২০১১ খ্রিস্টাব্দ। পরিদর্শনের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref> (কন্টিনেন্টাল ড্রিফ্‌ট) থেকেই এই ধারণাটির জন্ম হয়। প্লেট টেকটনিক, বিজ্ঞানের আধুনিকতম আবিষ্কার ও গবেষণার বদৌলতে এখন আর নিছক কোনো তত্ত্ব নয়, বরং বিজ্ঞানসম্মত একটি অনুঘটক, যা পৃথিবীতে সংঘটিত [[ভূমিকম্প|ভূমিকম্পের]] জন্য দায়ী বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন। বিজ্ঞানীরা এই তত্বটিকে ব্যবহার করে ভূমিকম্প ছাড়াও [[আগ্নেয়গিরি|আগ্নেয়গিরির]] উদগীরণ, [[পর্বত]] সৃষ্টি এবং [[মহাসাগর]] ও [[মহাদেশ]] সৃষ্টির ব্যাখ্যা দিয়ে থাকেন।<ref name="Encarta'04">''Plate Tectonics'', Microsoft Encarta Encyclopedia Deluxe 2004, CD Version (13.0.0.0531)। পরিদর্শনের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref>
 
==আবিষ্কারের সূত্র==
৭ নং লাইন:
==বিবরণ==
টেকটনিক প্লেট মূলত পৃথিবীর অভ্যন্তরের গলিত অংশটির সবচেয়ে বাইরের আবরণ, যা আসলে পাথরের একটি স্তর, যার উপরে পৃথিবীর উপরস্থ সবকিছু অবস্থান করছে।<ref name="Encarta'04"/>
 
==টেকটনিক প্লেটসমূহ==
পৃথিবীর টেকটনিক প্লেটসমূহ সনাক্ত করা হয়েছে।
===প্রধান প্লেটসমূহ===
সংজ্ঞাগত দিক দিয়ে এদের মধ্যে প্রধান টেকটনিক প্লেট মোটামুটি আটটি:
* আফ্রিকার প্লেট
* এন্টার্কটিকার প্লেট
* [[ইন্দো-অস্ট্রেলীয় পাত|ইন্দো-অস্ট্রেলীয় প্লেট]]
** [[ভারতীয় পাত|ভারতীয় প্লেট]]
** অস্ট্রেলীয় প্লেট
* ইউরেশীয় প্লেট
* উত্তর আমেরিকার প্লেট
* দক্ষিণ আমেরিকার প্লেট
* প্রশান্ত মহাসাগরীয় প্লেট
===অপ্রধান প্লেটসমূহ===
ডজনখানেক অপ্রধান প্লেট থাকলেও মোটামুটি সাতটি হলো:
* আরব্য প্লেট
* ক্যারিবীয় প্লেট
* জুয়ান দে ফুকা প্লেট
* কোকাস প্লেট
* নাজকা প্লেট
* ফিলিপিনীয় প্লেট
* স্কশিয়া প্লেট
 
==অন্যান্য মহাকাশীয় বস্তুতে টেকটনিক প্লেট==
টেকটনিক তত্ত্ব যদিও পৃথিবীকে ঘিরে শুরু হয়েছিল এবং পৃথিবীকেন্দ্রীকই আবর্তিত হয়, কিন্তু বিজ্ঞানের আধুনিক গবেষণা অনুযায়ী টেকটনিক প্লেট শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, এই তত্ত্ব অন্যান্য অনেক মহাকাশীয় বস্তুতে প্রযোজ্য। আমাদের [[সৌরজগত|সৌরজগতের]] [[শুক্র]] গ্রহ, [[মঙ্গল (গ্রহ)|মঙ্গল গ্রহ]] ছাড়াও [[বৃহস্পতি (গ্রহ)|বৃহস্পতি গ্রহের]] উপগ্রহসমূহে, [[শনি (গ্রহ)|শনি গ্রহের]] উপগ্রহ [[টাইটান (উপগ্রহ)|টাইটানে]] টেকটনিক প্লেটের অস্তিত্ব দেখা যায়। এছাড়াও আমাদের সৌরজগতের বাইরের অন্যান্য জ্যোতিষ্ককে ঘিরে আবর্তিত পৃথিবীসদৃশ মহাকাশীয় বস্তুতেও, বিশেষ করে যেসকল মহাকাশীয় বস্তুতে পানির বিশাল উৎস বা সমুদ্র রয়েছে, সেগুলোতে টেকটনিক প্লেটের অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন।<ref name="Oxford"/>
 
==তথ্যসূত্র==