গঙ্গা নদী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BarunDutta (আলোচনা | অবদান)
BarunDutta (আলোচনা | অবদান)
১৭১ নং লাইন:
 
প্রথম যে ইউরোপীয় পর্যটকের রচনায় গঙ্গার উল্লেখ পাওয়া যায়, তিনি [[মেগাস্থিনিস]] (৩৫০-২৯০ খ্রিস্টপূর্বাব্দ)। তাঁর লেখা ''[[ইন্ডিকা (মেগাস্থিনিস)|ইন্ডিকা]]'' বইটিতে একাধিকবার গঙ্গার উল্লেখ পাওয়া যায়: "ভারতে অনেক বড় ও নৌবহনযোগ্য নদী আছে। এই নদীগুলি উত্তর সীমান্তের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সমতল অঞ্চল বরাবর প্রবাহিত। অনেকগুলি নদী আবার পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সম্মিলিত রূপে মিশেছে গঙ্গা নদীতে। গঙ্গা নদী উৎসের কাছে ৩০ স্টেডিয়া চওড়া। এই নদী উত্তর-দক্ষিণে প্রবাহিত হয়ে [[গঙ্গারিডাই]] দেশের (যে দেশে সবচেয়ে বড় আকারের হাতিদের বাহিনী রয়েছে) পূর্ব সীমান্তের মহাসাগরে পড়েছে।" (ডিওডোরাস, দুই। ৩৭)<ref>{{cite journal | title=Alexander and the Ganges| author=W. W. Tarn| journal=The Journal of Hellenic Studies| year=1923| volume=43 (2)| pages=93–101| jstor=625798}}</ref>
 
১৯৫১ সালে ভারত [[ফারাক্কা বাঁধ]] নির্মাণ প্রকল্পের কথা ঘোষণা করলে ভারত ও [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানের]] (অধুনা [[বাংলাদেশ]]) মধ্যে গঙ্গার জলবণ্টন নিয়ে বিবাদ শুরু হয়। এই বাঁধ নির্মাণের প্রকৃত উদ্দেশ্য ছিল {{convert|40000|cuft/s|m3/s|abbr=on}} জল গঙ্গা থেকে ভাগীরথী-হুগলি নদীর পথে ঘুরিয়ে দেওয়া যাতে [[কলকাতা বন্দর|কলকাতা বন্দরের]] নাব্যতা রক্ষিত হয়। সেই সময় শুখা মরসুমে গঙ্গায় মোট জল থাকত {{convert|50000|to|55000|cuft/s|m3/s|abbr=on}}। ফলে পূর্ব পাকিস্তানের জন্য শুধুমাত্র {{convert|10000|to|15000|cuft/s|m3/s|abbr=on}} জলই অবশিষ্ট থাকে।<ref name="SalmanUprety2002">{{cite book|last1=Salman|first1=Salman M. A.|last2=Uprety|first2=Kishor|title=Conflict and cooperation on South Asia's international rivers: a legal perspective|url=http://books.google.com/books?id=8GEr4fyDbqgC&pg=PA135|accessdate=27 April 2011|year=2002|publisher=World Bank Publications|isbn=9780821353523|pages=136–137}}</ref> পূর্ব পাকিস্তান এতে আপত্তি জানালে বিবাদের সূত্রপাত হয়। ১৯৯৬ সালে একটি ৩০ বছরের চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তির শর্তগুলি ছিল জটিল। তবে তার সারকথা ছিল গঙ্গায় যদি {{convert|70000|cuft/s|m3/s|abbr=on}}-এর কম জল প্রবাহিত হয়, তবে ভারত ও বাংলাদেশ ৫০% করে অর্থাৎ {{convert|35000|cuft/s|m3/s|abbr=on}} জল প্রতি দশ-দিন অন্তর পাবে। কিন্তু পরের বছরেই ফারাক্কায় জলপ্রবাহের পরিমাণ রেকর্ড হ্রাস পায়। ফলে চুক্তির শর্ত মানা অসম্ভব হয়ে পড়ে। ১৯৯৭ সালের মার্চ মাসে বাংলাদেশে গঙ্গার জলপ্রবাহের পরিমাণ ছিল সবচেয়ে কম - {{convert|6500|cuft/s|m3/s|abbr=on}}। পরের বছরগুলিতে অবশ্য শুখা মরসুমের জলপ্রবাহ স্বাভাবিক হয়ে আসে। কিন্তু সমস্যার মোকাবিলা কিভাবে করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। বাংলাদেশে গঙ্গার জলের সুষম বণ্টনের জন্য [[ঢাকা]]র পশ্চিমে [[পাংশা উপজেলা|পাংশায়]] আর একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে।<ref name="SalmanUprety2002">{{cite book|last1=Salman|first1=Salman M. A.|last2=Uprety|first2=Kishor|title=Conflict and cooperation on South Asia's international rivers: a legal perspective|url=http://books.google.com/books?id=8GEr4fyDbqgC&pg=PA172|accessdate=27 April 2011|year=2002|publisher=World Bank Publications|isbn=9780821353523|pages=172, 178–187}}</ref><ref name="GangesTreaty1996">{{cite book|last1=Salman|first1=Salman M. A.|last2=Uprety|first2=Kishor|title=Conflict and cooperation on South Asia's international rivers: a legal perspective|url=http://books.google.com/books?id=8GEr4fyDbqgC&pg=PA387|accessdate=27 April 2011|year=2002|publisher=World Bank Publications|isbn=9780821353523|pages=387–391|quote=Treaty Between the Government of the Republic of India and the Government of the People's Republic of Bangladesh on Sharing of the Ganga/Ganges Waters at Farakka.}}</ref>
 
==আরও দেখুন==