কারাকোরাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাকিস্তান ও চীনের মধ্যে সীমানা বিস্তৃত প্রধান পর্বতশ্রেণী
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Start
(কোনও পার্থক্য নেই)

১২:০০, ৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে সংশোধিত সংস্করণ

কারাকোরাম (ইংরেজি: Karakoram) পর্বতমালা হচ্ছে পাকিস্তান, ভারত, এবং চীনের সীমানা জুড়ে বিস্তৃত একটি বিস্তির্ণ পার্বত্যঞ্চল। মূলত পাকিস্তানের গিলগিত-বালতিস্তান, ভারতের লাদাখ, এবং চীনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চলে এর অবস্থান। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম পার্বত্যঞ্চলসমূহের একটি। কারাকোরাম পার্বত্যঞ্চল বৃহত্তর হিমালয় পর্বতমালার অন্তর্গত, যদিও এর অবস্থান মূল হিমালয় পর্বতমালার উত্তর প্রান্তে।

কারাকোরাম
Range
মধ্য কারাকোরামে অবস্থিত বালতরো হিমবাহ। আট-হাজারী পর্বতশৃঙ্গ গাশারব্রুম ১ ও ২ এখানেই অবস্থিত।
মধ্য কারাকোরামে অবস্থিত বালতরো হিমবাহআট-হাজারী পর্বতশৃঙ্গ গাশারব্রুম ১ এখানেই অবস্থিত।
মধ্য কারাকোরামে অবস্থিত বালতরো হিমবাহআট-হাজারী পর্বতশৃঙ্গ গাশারব্রুম ১ এখানেই অবস্থিত।
দেশসমূহ পাকিস্তান, ভারত, চীন
অঞ্চলসমূহ গিলগিত-বালতিস্তান, লাদাখ, জিনজিয়াং
সীমান্ত রয়েছে লাদাখ রেঞ্জ, পামির, হিন্দু রাজ (হিন্দু কুশ)
সর্বোচ্চ বিন্দু কে২
 - উচ্চতা ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফিট)
 - স্থানাঙ্ক ৩৫°৫২′৫৭″ উত্তর ৭৬°৩০′৪৮″ পূর্ব / ৩৫.৮৮২৫০° উত্তর ৭৬.৫১৩৩৩° পূর্ব / 35.88250; 76.51333
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা কারাকোরাম অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গসমূহ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা কারাকোরাম অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গসমূহ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা কারাকোরাম অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গসমূহ

কারাকোরাম পর্বতশৃঙ্গ বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আট-হাজারী (পাঁচ মাইল) পর্বতশৃঙ্গের আবাসস্থল,[১] যার মধ্যে রয়েছে ৮,৬১১ মি (২৮,২৫১ ফু)* উচ্চতাবিশিষ্ট কে২ যা মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ৮,৮৪৮ মি (২৯,০২৯ ফু) উচ্চতাবিশিস্ট মাউন্ট এভারেস্টের তুলনায় কে২ মাত্র ২৩৭ মি (৭৭৮ ফু) ছোট।

পার্বত্যঞ্চলটি দৈর্ঘ্যে প্রায় ৫০০ কিমি (৩১১ মা)। মেরুঅঞ্চলের পর কারাকোরামই পৃথিবীর সবচেয়ে বেশি হিমবাহপূর্ণ এলাকা। এখানে অবস্থিত ৭০ কিমি (৪৩ মা) দীর্ঘ সিয়াচেন ও ৬৩ কিমি (৩৯ মা) দীর্ঘ বিয়াফো হিমবাহ যথাক্রমে মেরুঞ্চলের বাইরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম হিমবাহ।[২]

কারাকোরামের উত্তরপূর্বাঞ্চল তিব্বতীয় সমভূমি, এবং উত্তরাঞ্চল পামির পর্বতমালা দ্বারা বেষ্টিত। অঞ্চলটির দক্ষিণ সীমানা নির্ধারিত হয়েছে গিলগিত, সিন্ধু, ও শিওক নদীর মাধ্যমে। যা অঞ্চলটিকে হিমালয় পর্বতমালার উত্তরপশ্চিম অংশ থেকে পৃথক করেছে। এবং নদীগুলো কারাকোরাম থেকে দক্ষিণপশ্চিমে পাকিস্তানের সমভূমির দিকে প্রবাহিত হয়েছে।

টীকা

  1. BBC, Planet Earth, "Mountains", Part Three
  2. Tajikistan's Fedchenko Glacier is 77 km long. Baltoro and Batura Glaciers in the Karakoram are 57 km long, as is Bruggen or Pio XI Glacier in southern Chile. Measurements are from recent imagery, generally supplemented with Russian 1:200,000 scale topographic mapping as well as Jerzy Wala,Orographical Sketch Map: Karakoram: Sheets 1 & 2, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.

তথ্যসূত্র

বহিঃসংযোগ