কপলি পদক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
বট পরিবর্তন করছে: de:Copley Medal
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
'''কপলি মেডেল''' ([[ইংরেজি ভাষায়]]: Copley Medal) বিজ্ঞানের যেকোন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য প্রদত্ত একটি পুরস্কার। [[রয়েল সোসাইটি]] [[১৭৩১]] সালে লন্ডনে এই পুরস্কারের প্রচলন করেছিল। তখন থেকে নিয়মিতই প্রদান করা হচ্ছে। এটি রয়েল সোসাইটির প্রাচীনতম এবং সর্বোচ্চ পুরস্কার।
 
[[১৭০৯৯১৬৯৯]] সালে ইংল্যান্ডের সংসদ সদস্য [[গডফ্রি কপলি|স্যার গডফ্রি কপলি, দ্বিতীয় ব্যারনেট]] রয়েল সোসাইটিকে ১০০ পাউন্ড অনুদান দিয়েছিলেন। এই অনুদান থেকেই পুরস্কারটির সূচনা। কপলি মূলত ছিলেন দক্ষিণ ইয়র্কশায়ারের স্প্রটবরোর প্রভাবশালী ভূমিমালিক। তিনি [[১৬৯১]] সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
 
রয়েল সোসাইটি কর্তৃক প্রদত্ত ১০টি পুরস্কারের মধ্যে কপলি মেডেল অন্যতম। ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞানের বিষয়গুলোতেই বেশি পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিজয়ীরা রয়েল সোসাইটির ফেলোদের দ্বারা নির্বাচিত হন। বিজয়ীদের একটি সিলভার গিল্ট পদক এবং ৫,০০০ পাউন্ড প্রদান করা হয়।