শন কনারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ptbotgourou (আলোচনা | অবদান)
r2.6.5) (বট পরিবর্তন করছে: ps:توماس شېن کانېري
Suvray (আলোচনা | অবদান)
৮১তম জন্মদিনে শুভেচ্ছা স্বরূপ এ অগ্রসরতা। + গোছানো; মৃত ব্যক্তি নন
৭ নং লাইন:
|birthplace = [[এডিনবরা]], [[স্কটল্যান্ড]]
|deathdate =
|deathplace =
|deathplace = [[লস অ্যাঞ্জেলস]], [[ক্যালিফোর্নিয়া]], [[যুক্তরাষ্ট্র]]
|othername =
|occupation = অভিনেতা/প্রযোজক
১৫ নং লাইন:
}}
 
'''স্যার থমাস শন কনারি''' ({{lang-en|Sir Thomas Sean Connery}}) (জন্ম: [[২৫ আগস্ট]], ১৯৩০) যিনি '''শন কনারি''' নামেই সমধিক পরিচিত, একজন [[একাডেমি পুরস্কার]], [[গোল্ডেন গ্লোব]], [[বাফটা পুরস্কার]] বিজয়ী [[স্কটল্যান্ড|স্কটল্যান্ডীয়]] অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
 
তিনি সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছেন ইয়ান ফ্লেমিং-এরফ্লেমিংয়ের সৃষ্ট [[জেমস বন্ড (চরিত্র)|জেমস বন্ডের]] নাম ভূমিকায় বন্ড চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি মোট ৭টি বন্ড ছবিতে অভিনয় করেছেন।<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/4799550.stm|title=Profile: Sean Connery|publisher=[[BBC News Online]]|accessdate=2007-03-19|date=2006-03-12}}</ref> ১৯৮৮ সালে তিনি ''[[দ্য আনটাচেবল (চলচ্চিত্র)|দ্য আনটাচেবল]]'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে [[একাডেমি পুরস্কার]] লাভ করেন।<ref>{{cite web|url=http://www.popculturemadness.com/Trivia/Oscars/Top-1987-O.html|title=popculture.com's Oscar Winners Archive|publisher=www.popculturemadness.com|accessdate=2008-05-13}}</ref> এছাড়াও ''[[মেরিন (চলচ্চিত্র)|মেরিন]]'', ''[[ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড]]'', ''দ্য হান্ট ফর রেড অক্টোবর'', ''ড্রাগনহার্ট'', ''[[দ্য রক (চলচ্চিত্র)|দ্য রক]]'' প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
 
==জেমস বণ্ডের নাম ভূমিকায়==
গুপ্তচর হিসেবে জেমস বণ্ডের নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সকলের নজরে আসেন শন কনারি। বণ্ড চলচ্চিত্রের প্রথম পাঁচটি ছবির মূল চরিত্রে অভিনয় করেন। ছবিগুলো হলো - ড. নো (১৯৬২), ফ্রম রাশিয়া উইদ লাভ (১৯৬৩), গোল্ডফিঙ্গার (১৯৬৪), থাণ্ডারবল (১৯৬৫) এবং ইউ অনলি লাইভ টুয়াইস (১৯৬৭)। তারপর পুণরায় তিনি ডায়মণ্ডস আর ফরএভার (১৯৭১) এবং নেভার সে নেভার এগেইন (১৯৮৩) ছবিতে বণ্ড হিসেবে পুণরায় অংশগ্রহণ করেন। বণ্ড সিরিজের সাতটি চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য লাভ করেছিল।
 
== তথ্যসূত্র ==